আপলোড করা যাবে ২ ঘণ্টার ভিডিও, নতুন ফিচার টুইটারের
প্রায় ২ ঘণ্টার, অর্থাৎ ৮ জিবি পর্যন্ত ভিডিও আপলোড করার নয়া ফিচার জুড়েছে টুইটার। বৃহস্পতিবার টুইটার কর্ণধার ইলন মাস্ক ঘোষণা করেন, ব্লু ভেরিফায়েড গ্রাহকরা এই সুবিধা নিতে পারেন।
টুইটারে মাস্ক লেখেন, "টুইটার ব্লু ভেরিফাইড গ্রাহকরা এখন ২ ঘণ্টার ভিডিও (৮ জিবি) আপলোড করতে পারবেন!" তাঁর এই টুইটের পর অনেক ব্যবহারকারী ফিডটিতে মন্তব্য করেছেন। কেউ কেউ এই পদক্ষেপের প্রশংসা করেছেন , আবার অনেকেই সমালোচনাও করতে ছাড়েননি।
https://twitter.com/elonmusk/status/1659238056132501506
কারও মতে, ফিনান্স এবং টেকনলিজতে এটা দারুণ ভূমিকা নিতে পারে। তাতে ইউটিউবের উপর নির্ভরতা কমতে পারে বলেও মন্তব্য করেছেন এক ব্যবহার। এক জন আবার কটাক্ষ করে লেখেন, 'বিয়ের ভিডিও'! অন্য একজনের মতে, এখন নতুন নেটফ্লিক্স হয়ে গেল টুইটার।
এনক্রিপ্ট করা মেসেজিং-সহ প্ল্যাটফর্মে নতুন ফিচার আনার পরিকল্পনা প্রকাশ করেছিলেন মাস্ক। আর তা...