কাগজে-কলমে অস্তিত্ব খুইয়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার (Twitter)। চলতি বছরের এপ্রিল মাসে ইলন মাস্কের এক্স অ্যাপের (X app) সঙ্গে আইনত একত্রিত হওয়ার পর টুইটার তখনএক্স কর্প নামে পরিচিতি পায়। এ বার আরও একটি বড়োসড়ো পরিবর্তনের ইঙ্গিত দিলেন কর্ণধার ইলন মাস্ক (Elon Musk)।
টুইটারই কি মাস্কের এক্স অ্যাপ
অনেক দিন ধরেই মাস্ক এক ধরনের সুপার অ্যাপ, এক্স অ্যাপের কথা বলে আসছেন। যা শুধুমাত্র ব্যবহারকারীকে চিন্তাভাবনা শেয়ার করার একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে না, তার চেয়েও বেশি কিছু সুবিধা মিলবে। টাকা-পয়সার লেনদেন থেকে শুরু করে খাবার অর্ডারও করা যাবে এই ধরনের অ্যাপে।
গত বছরের অক্টোবরে, মাস্ক টুইট করেছিলেন, “টুইটার কেনার মাধ্যমে তাঁর এক্স অ্যাপ তৈরির কাজ আরও গতি পাবে”। স্বভাবতই টুইটার কেনার পর থেকে এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে উপরনীচে আমূল পরিবর্তন করেছেন মাস্ক। যার মধ্যে রয়েছে ব্যাপক ছাঁটাই, গ্রাহকদের জন্য ‘ব্লু টিক’ ইত্যাদি।
স্বাভাবিক ভাবে, মালিকানা হস্তান্তরের পর থেকেই তখন, টুইটারকে এক্স অ্যাপে রিব্র্যান্ডিং করার রিপোর্ট ইন্টারনেটে ঘুরপাক খাচ্ছে। অনেকেই আশা করেনি সেই পরিবর্তনটি এত তাড়াতাড়ি ঘটবে। দেখা যাচ্ছে, টুইটারকে এক্স অ্যাপ হিসাবে রিব্র্যান্ডিং করতে চলেছেন মাস্ক। নিজের পরিকল্পনা সম্পর্কে টুইটও করেছেন তিনি।
টুইটারে কী লিখলেন ইলন মাস্ক
রবিবার ইলন মাস্ক টুইটারে লেখেন, “ধীরে ধীরে টুইটার ব্র্যান্ড ও পাখিকে বিদায় জানানো হবে”। মাস্কের এই টুইটের পরই প্রতিক্রিয়া জানাতে শুরু করেন ব্যবহারকারীরা। কারও মতে, এখনই হয়তো টুইটারকে এক্স অ্যাপের মতো করে শুরু করতে চাইছেন মাস্ক। কেউ আবার প্রিয় নীল পাখিকে বিদায় জানাতে অনিচ্ছুক।
পরবর্তী টুইটে তিনি আরও লেখেন, “যদি আজ রাতের মধ্যে ভালো লোগো পোস্ট করা হয়, তবে আমরা আগামীকাল থেকেই বিশ্বজুড়ে সেই লোগো প্রকাশ করব।”
শুধু তাই নয়, ইলন মাস্ক একটি পোলও তৈরি করেছেন। যেখানে তিনি টুইটার ব্যবহারকারীদের কাছে জানতে চান যে টুইটারের ডিফল্ট রং বদলে কালো করা উচিত কি না? নীচে অপশন হিসাবে সাদা ও কালো হার্ট ইমোজির অপশন দিয়েছেন।
তবে টুইটারের মালিক এখনও ডোমেন সম্পর্কে কোনো কথা বলেননি। Twitter.com থাকবে কি না, সেটাই স্পষ্ট নয়। ওয়াকিবহাল মহলের মতে, যেহেতু ডোমেনটি বেশ মূল্যবান, তাই সেটাকে একটা ভিন্ন ডোমেনে স্থানান্তর করতে কিছুটা সময় লাগতে পারে। ফলে ডোমেন শিফটের চেয়ে অনেক তাড়াতাড়ি রিব্র্যান্ডিং ঘটতে পারে।
আরও পড়ুন: টাকা ফেরাচ্ছে সাহারা, অনলাইনে কী ভাবে আবেদন জানাবেন