মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারী এবং ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বড় স্বস্তি। প্রায়শই হয়ে থাকা একটি ভুলের জন্য এখন থেকে আর অ্যাকাউন্ট বাজেয়াপ্ত হবে না বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারী এবং ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডারদের এই স্বস্তি দিয়েছে।
অনেক ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও তৈরি করার সময় বা একটি ডিম্যাট অ্যাকাউন্ট খোলার সময় নমিনি সম্পর্কিত তথ্য প্রদান করেন না কেউ কেউ। এই ধরনের পোর্টফোলিও এবং ডিম্যাট অ্যাকাউন্ট বাজেয়াপ্ত হওয়ার ঝুঁকি থেকেই যায়। কিন্তু, এখন সেবি স্পষ্ট করে জানিয়েছে, এ বার থেকে সেই সমস্ত বিনিয়োগকারীদের মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও বা ডিম্যাট অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করবে না, যাঁরা তাঁদের নমিনি সম্পর্কিত তথ্য জমা দেননি।
জানা গিয়েছে, মিউচুয়াল ফান্ড শিল্পের সঙ্গে সম্পর্কিত সমস্ত মহলের সঙ্গে পরামর্শ করে সেবি এই সিদ্ধান্ত নিয়েছে। তারা সকলেই বিনিয়োগকারীদের জন্য নিয়মগুলিকে আরও সহজ ও সুবিধাজনক করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে। এই সিদ্ধান্তের ফলে সেবি বিনিয়োগকারীদের দারুণ সুবিধা করে দিয়েছে বলে মনে করে তারা।
সেবির একটি সার্কুলারে বলা হয়েছে, নমিনি সম্পর্কিত তথ্য না দেওয়া বিনিয়োগকারীরাও লভ্যাংশ, সুদ প্রদান বা রিডেম্পশন পেমেন্ট পাওয়ার অধিকারী হবেন। এছাড়া তারা এসব সংক্রান্ত অভিযোগও দিতে পারবে।
বলে রাখা ভালো, মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালের ডিসেম্বরে নমিনি নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ বা আপডেট করার সময়সীমা চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছিল সেবি। এর মানে হল যে বিনিয়োগকারীরা এই মাসের শেষের মধ্যে নমিনি নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ বা আপডেট করতে সক্ষম হবেন। নমিনি সংক্রান্ত তথ্য প্রদান বা নমিনি প্রত্যাহার করার ফরম্যাটও বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।
আরও পড়ুন: এলআইসির সম্পদ পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের জিডিপি-র চেয়েও বেশি!