ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার জিডিপি একত্র করলেও তা আমাদের দেশের একটি সরকারি কোম্পানির মোট সম্পদের সমান নয়। হ্যাঁ, দেশের বৃহত্তম এবং প্রাচীনতম বিমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এলআইসি) ব্যবস্থাপনার অধীনে সম্পদ (AUM) ভারতের তিনটি প্রতিবেশী দেশের চেয়ে বেশি হয়ে গেছে।
পরিসংখ্যান বলছে, এলআইসি-র এইউএম বছরে ১৬.৪৮ শতাংশ বেড়ে ৬১৬ বিলিয়ন ডলার অর্থাৎ ৫১,২১,৮৮৭ কোটি টাকা হয়েছে। গত অর্থ বছরে এটি ছিল প্রায় ৪৩,৯৭,২০৫ কোটি টাকা। বাজার মূলধনের দিক থেকে এটি দেশের সপ্তম বৃহত্তম কোম্পানি। কোম্পানির বর্তমান বাজার মূলধন ৬.৪৬ লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে।
লক্ষণীয় বিষয় হল এলআইসি-র সম্পদ ভারতের তিনটি প্রতিবেশী দেশ যেমন পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কার মোট জিডিপির চেয়ে বেশি। পাকিস্তানের জিডিপি বর্তমানে প্রায় ৩৩৮ বিলিয়ন ডলার। নেপালের জিডিপি প্রায় ৪৪.১৮ বিলিয়ন এবং শ্রীলঙ্কার জিডিপি প্রায় ৭৪.৮৫ বিলিয়ন ডলার। এমন পরিস্থিতিতে, এই তিনটি দেশের জিডিপি যোগ করার পরেও, তা এলআইসি-র মোট সম্পত্তির ধারেকাছে নেই।
এলআইসি সম্প্রতি জানুয়ারি থেকে মার্চের মধ্যে ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে। মার্চের শেষ প্রান্তিকে কোম্পানির নিট মুনাফা ২.৫০ শতাংশ বেড়ে ১৩,৭৬২ কোটি টাকা হয়েছে। গত বছরের একই ত্রৈমাসিকে, ১৩,৪২১ কোটি টাকা মুনাফা অর্জন করেছিল এলআইসি। কোম্পানির এনপিএ-ও কমেছে। যা গত বছরের ২.৫৬ শতাংশের তুলনায় এ বার ২.০১ শতাংশে পৌঁছেছে।
ত্রৈমাসিক ফলাফল সম্পর্কে তথ্য জানানোর সময়, শেয়ারহোল্ডারদের লভ্যাংশের উপহারও দিয়েছে এলআইসি। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের প্রতি শেয়ারে ৪ টাকা ডিভিডেন্ড উপহার দিয়েছে। বলে রাখা ভালো, সংস্থার সবচেয়ে বড় শেয়ারহোল্ডার সরকার। এলআইসি-তে সরকারের ৯৬.৫০ শতাংশ শেয়ার রয়েছে। এমন পরিস্থিতিতে কোম্পানির কাছ থেকে লভ্যাংশ হিসেবে সরকার পাবে ৩,৬৬২ কোটি টাকা।
আরও পড়ুন: PAN এবং Aadhaar লিঙ্ক না করলে আপনাকে ক্ষতির মুখে পড়তে হবে, আয়কর দফতরের সতর্কবার্তা