বাজারে একটি নতুন বিমা প্ল্যান ‘অমৃতবাল’ চালু করেছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন বা এলআইসি। এটি শিশুদের জন্য বিশেষ ভাবে তৈরি করা হয়েছে।
এলআইসি-র এই স্কিমের নাম দেওয়া হয়েছে প্ল্যান ৮৭৪। এলআইসি অমৃতবাল স্কিমের অধীনে, আপনি এখন নিজের সন্তানদের উচ্চ শিক্ষা এবং অন্যান্য প্রয়োজনের জন্য বিনিয়োগ করতে পারেন। এতে শিশুর জীবন বিমার সঙ্গেই নিশ্চিত রিটার্নও পাওয়া যায়। আসুন এই পলিসির সুবিধাগুলি দেখে নেওয়া যাক।
এলআইসি-র দেওয়া তথ্য অনুসারে, এই প্ল্যানটি ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ থেকে শুরু হয়েছে। এই শিশু বিমা পলিসিতে, আপনি প্রতি ১০০০ টাকার বিমাকৃত অর্থের জন্য ৮০ টাকা অনুপাতে একটি গ্যারান্টিযুক্ত রিটার্ন পাবেন। ৮০ টাকার এই রিটার্ন বিমা পলিসির বীমাকৃত রাশিতে যোগ করা হবে।
ধরুন, আপনি যদি আপনার সন্তানের নামে ১ লক্ষ টাকার বিমা নেন, তাহলে এলআইসি বিমার পরিমাণে ৮ হাজার টাকা যোগ করবে। এই গ্যারান্টিযুক্ত রিটার্ন প্রতি বছর পলিসি বছরের শেষে যোগ করা হবে। যতদিন আপনার পলিসি বৈধ থাকবে ততদিন এই রিটার্নটি আপনার পলিসিতে যুক্ত হতে থাকবে।
পলিসির অন্যতম শর্তাবলি
এই পলিসি ৩০ দিন থেকে ১৩ বছর বয়সী শিশুদের জন্য করানো যেতে পারে। এর পরিপক্কতা ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হবে। পলিসির জন্য ৫, ৬ এবং ৭ বছরের প্রিমিয়াম পেমেন্ট করার সুবিধা রয়েছে।
সর্বোচ্চ প্রিমিয়াম প্রদানের মেয়াদ ১০ বছর। আপনি একক প্রিমিয়াম পেমেন্ট বিকল্পও বেছে নিতে পারেন। এর অধীনে আপনাকে কমপক্ষে ২ লক্ষ টাকার বিমা নিতে হবে। মানি ব্যাক প্ল্যানের মতো পঞ্চম, দশম বা পঞ্চদশতম বছরে ম্যাচিউরিটি সেটেলমেন্ট নেওয়া যেতে পারে।
*বিশদ বিবরণের জন্য সংস্থার কার্যালয় অথবা অনুমোদিত এজেন্টের সঙ্গে কথা বলুন।