প্রিমিয়ামে সংগ্রহ বিপুল পরিমাণ বৃদ্ধি পেয়েছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের (LIC) -র। ২০২৪ সালের এপ্রিলে সরকারি খাতের বিমা সংস্থার সংগৃহীত প্রিমিয়াম গত ১২ বছরের রেকর্ড ভেঙেছে।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে এলআইসি-র মোট প্রিমিয়াম সংগ্রহ ছিল ১২,৩৮৩.৬৪ কোটি টাকা। এক বছর আগে, ২০২৩ সালের এপ্রিল মাসে, ৫,৮১০.১০ কোটি টাকা প্রিমিয়াম পেয়েছিল এলআইসি। এই এক বছরে এলআইসি প্রিমিয়াম সংগ্রহের পরিমাণ দ্বিগুণেরও বেশি হয়েছে।
দেশের বৃহত্তম বিমা সংস্থা এলআইসি – প্রিমিয়াম সংগ্রহের হার এক বছর আগের একই সময়ের তুলনায় দ্বিগুণ বৃদ্ধির পাশাপাশি আরও একটি দৃষ্টান্ত গড়েছে। গত বছরের এপ্রিল মাসের তুলনায়, এলআইসি এবং বেসরকারি বিমা সংস্থাগুলির প্রিমিয়াম ৬১ শতাংশ বেড়েছে। এই বৃদ্ধিতে এলআইসির একটি বড় অবদান রয়েছে। এই সময়ের মধ্যে, এলআইসি প্রিমিয়াম ১১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এলআইসি লেছে, “এটা আমাদের জন্য একটি বড় মাইলস্টোন। আমরা এই সময়ের মধ্যে বিপণনে উদ্ভাবনের প্রচার করেছি। এছাড়া গ্রাহকদের চাহিদা অনুযায়ী আমাদের অনেক পণ্যেও পরিবর্তন আনা হয়েছে। এছাড়া এ সময়ের মধ্যে নতুন পণ্যও বাজারে এসেছে। এর ফলে এলআইসির প্রতি গ্রাহকদের আস্থা আরও দৃঢ় হয়েছে। এই কারণেই গত এক বছরে আমাদের পলিসি বেশি বিক্রি বেড়েছে এবং প্রিমিয়ামও বেড়েছে দ্বিগুণেরও বেশি। আমরা গত ১২ বছরের রেকর্ড ভেঙেছি।”
ব্যক্তিগত বিমার ক্ষেত্রে এলআইসি-র সংগৃহীত প্রিমিয়াম দাঁড়িয়েছে ৩,১৭৫.৪৭ কোটি টাকা। যেখানে গ্রুপ প্রিমিয়াম ৯,১৪১.৩৪ কোটি টাকা। বার্ষিক গ্রুপ প্রিমিয়ামে ৬৬.৮৩ কোটি টাকা পেয়েছে সংস্থা। ২০২৪ সালের এপ্রিল মাসে এলআইসি পলিসির মোট সংখ্যা বেড়ে ৮.৫৬ লক্ষ। গত বছরের এপ্রিলে এই সংখ্যা ছিল ৭.৮৫ লক্ষ।
আরও পড়ুন: ২০৩০ সালের মধ্যে ৫টি নতুন বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করবে হুন্ডাই মোটর