বিমা ক্ষেত্রে এসেছে বেশ কিছু পরিবর্তন। নতুন একটি নির্দেশিকা জারি করেছে বিমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই (IRDAI )। ওই নির্দেশিকাতেই ঠাঁই পেয়েছে বিমা সারেন্ডার সম্পর্কিত পরিবর্তিত নিয়ম।
আইআরডিএআই-এর বিবৃতিতে নতুন নিময়বিধি সম্পর্কে অবহিত করা হয়েছে। আইআরডিএআই (বিমা পণ্য) প্রবিধান ২০২৪-এ, ছয়টি নিময়বিধিকে একটি কাঠামোতে একীভূত করা হয়েছে। বিমা নিয়ন্ত্রক বলেছে, বিভিন্ন প্রবিধান একত্রিত করার উদ্দেশ্য হল বিমা কোম্পানিগুলিকে বাজারের দ্রুত পরিবর্তনশীল চাহিদা মেটাতে সক্ষম করা, তাদের ব্যবসা সহজ করা এবং সাধারণের কাছে বিমার সুবিধা আরও বেশি করে পৌঁছে দেওয়া।
বিমা নিয়ন্ত্রকের জারি করা এই পরিবর্তনগুলি আগামী ১ এপ্রিল অর্থাৎ নতুন আর্থিক বছরের প্রথম দিন থেকে কার্যকর হতে চলেছে। চলতি আর্থিক বছর ২০২৩-২৪ আর কয়েকদিন পর, ৩১ মার্চ শেষ হচ্ছে। এর পর নতুন আর্থিক বছর ২০২৪-২৫ শুরু হবে ১ এপ্রিল থেকে। আইআরডিএআই-এর মতে, নতুন নিয়মের বাস্তবায়ন তখনই সম্ভব, যদি বিমা কোম্পানিগুলি সবচেয়ে ভালো ব্যবস্থাপনার নিয়মবিধিগুলি মেনে চলে।
নতুন প্রবিধানের একটি বড় পরিবর্তন হল পলিসি সমর্পণের চার্জ সংক্রান্ত। যদি একজন বিমাকারী নিজের বিমা পলিসি মেয়াদপূর্তির তারিখের আগে বন্ধ করে দেন, তাহলে বিমা কোম্পানিগুলি তার জন্য কিছু চার্জ ধার্য করে, যাকে পলিসি সারেন্ডার চার্জ বলা হয়। নিয়ন্ত্রকের মতে, এখন যদি একজন বিমাকারী চতুর্থ থেকে সপ্তম বছরে পলিসি সমর্পণ করে, তা হলে সমর্পণের মূল্য কিছুটা বাড়তে পারে।
প্রসঙ্গত, এর আগে ১৯ মার্চ একটি বৈঠক করেছিল আইআরডিএআই। যেখানে আটটি নীতির উপর ভিত্তি করে একীভূত প্রবিধান অনুমোদন করা হয়েছিল। বিমা ব্যবসার কাঠামো নিয়ে বিশদ পর্যালোচনা করার পরেই এই পরিবর্তনগুলি অনুমোদিত হয়।
আরও পড়ুন: আয়কর সম্পর্কিত এই কাজ ৩১ মার্চের আগে শেষ করতে হবে, জানুন বিস্তারিত