স্বাস্থ্য বিমা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়ন্ত্রক সংস্থার। বিমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই-এর সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে স্বাস্থ্য বিমা করা যাবে যে কোনো বয়সে, এমনকী পলিসি কিনতে পারবেন অসুস্থ ব্যক্তিরাও।
জানা গিয়েছে, এখন ৬৫ বছরের বেশি বয়সিরাও স্বাস্থ্য বীমা পলিসি নিতে পারবেন। স্বাস্থ্য বিমা করানোর বয়সসীমা সরিয়ে দিয়েছে আইআরডিএআই। এই সিদ্ধান্তের ফলে বয়স্কদেরও চিকিৎসার কাজে সাহায্য করবে স্বাস্থ্য বিমা। এত দিন বেশি বয়সে স্বাস্থ্য বিমার সুবিধা পাওয়া যেত না।
বিমা বিশেষজ্ঞদের কথায়, সর্বোচ্চ বয়সের সীমা অপসারণ করে প্রত্যেকের জন্য স্বাস্থ্যপরিষেবা ব্যবস্থায় প্রবেশের পথ সহজ করেছে নিয়ন্ত্রক সংস্থা। এখন যে কেউ সহজেই একটি স্বাস্থ্য বিমা প্ল্যান কিনতে সক্ষম হবেন। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার খরচ সহজেই জোগাড় করতে পারবেন।
পুরনো নির্দেশিকা অনুসারে, স্বাস্থ্য বিমা পলিসি শুধুমাত্র ৬৫ বছর বয়স পর্যন্ত কেনা যাবে। আইআরডিএআই-এর নতুন নিয়ম ১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। যেখানে বলা হয়েছে, এখন যে কোনো বয়সেই স্বাস্থ্য বিমা করানো যাবে।
আইআরডিএআই-এর গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমা কোম্পানিগুলিকে এখন এই ধরনের স্বাস্থ্য বিমা পণ্য তৈরি করতে হবে, যা সব বয়সের মানুষের জন্য প্রযোজ্য। এছাড়া প্রবীণ নাগরিক, পড়ুয়া, শিশু ও মায়েদের কথা মাথায় রেখে কোম্পানিগুলোকেও পণ্য আনতে হবে। কোম্পানিগুলিকে ইতিমধ্যেই যে কোনো রোগে আক্রান্ত ব্যক্তিদের চাহিদা অনুযায়ী বিমা পলিসি আনার কথা বলেছে নিয়ন্ত্রক সংস্থা।
আইআরডিএআই স্পষ্ট করে বলেছে যে কোম্পানিগুলি ক্যান্সার, হার্ট, কিডনি সমস্যা এবং এডসের মতো রোগে আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্য বিমার সুবিধা দিতে অস্বীকার করতে পারবে না। এছাড়াও, পলিসি গ্রহণকারীকে প্রিমিয়াম পরিশোধের জন্য কিস্তির বিকল্পও দেওয়া হবে।
এ ছাড়াও, আয়ুষ চিকিৎসার কভারেজের কোনো সীমা থাকবে না। আয়ুর্বেদ, যোগ, প্রাকৃতিক চিকিৎসা, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথিতে কোনো সীমা ছাড়াই বিমাকৃত অর্থ পর্যন্ত কভারেজ পাওয়া যাবে। এ ছাড়া একাধিক দাবিরও অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বিনামূল্যে আপনার আধার কার্ড আপডেট করতে পারেন এই তারিখ পর্যন্ত, সম্পূর্ণ প্রক্রিয়া জানুন