ভারতের অর্থনীতি কী ভাবে চিনকে পিছনে ফেলছে? ব্যাখ্যা আইএমএফ আধিকারিকের

economy

গত কয়েক বছর ধরে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে উঠে এসেছে ভারতীয় অর্থনীতি। আগে এই খেতাব দীর্ঘদিন ধরে চিনের কাছে ছিল, কিন্তু ভারত এখন এই বিষয়ে চিনকে পিছনে ফেলেছে। বহুপাক্ষিক ঋণদানকারী সংস্থা আইএমএফ-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সম্প্রতি এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এটি মোটেই আশ্চর্যজনক নয়।

এএনআই-এর এক রিপোর্টে বলা হয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া অ্যান্ড প্যাসিফিক (এপিএসি) বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন জানিয়েছেন কেন তিনি এতে অবাক নন। শ্রীনিবাসনের মতে, “আমরা যদি উভয় দেশের অর্থনীতির আকার তুলনা করি, তাতে অবাক হওয়ার কিছু নেই। চিন ভারতের চেয়ে চার গুণ বড় এবং এমন পরিস্থিতিতে ভারতের বৃদ্ধির হার চিনের চেয়ে বেশি হওয়া অস্বাভাবিক নয়।”

ইনভেস্টোপিডিয়া-র তথ্য অনুসারে, আমেরিকা বর্তমানে প্রায় ২৬ লক্ষ কোটি ডলারের জিডিপি-সহ বিশ্বের বৃহত্তম অর্থনীতি, যেখানে চিন ১৮ লক্ষ কোটি ডলার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ভারতের অর্থনীতির আকার বর্তমানে প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার কোটি ডলার এবং ভারত বর্তমানে বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় পঞ্চম স্থানে রয়েছে।

শ্রীনিবাসন বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থেকে পশ্চিম এশিয়ার উত্তেজনা পর্যন্ত ভারতীয় অর্থনীতি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার শক্তিশালী বেসরকারি খাতের ব্যবহার এবং সরকারি বিনিয়োগের মাধ্যমে বল পাচ্ছে। তাঁর কথায়, অদূর ভবিষ্যতে ভারতীয় অর্থনীতির মুখোমুখি কোনো বিশেষ চ্যালেঞ্জ দেখছেন না তিনি। তবে তিনি আগামী দিনে গুরুত্বপূর্ণ সংস্কারের উপর জোর দেন।

বলে রাখা ভালো, আন্তর্জাতিক মুদ্রা তহবিল ১ এপ্রিল থেকে শুরু হওয়া নতুন আর্থিক বছরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ৬.৮ শতাংশ অনুমান করেছে। যা ২০২৪-২৫ আর্থিক বছরের অনুমানের চেয়ে ০.৩ শতাংশ বেশি। এর আগে আইএমএফ এ অর্থবছরে বৃদ্ধির হার ৬.৫ শতাংশ হবে বলে অনুমান করেছিল।

আরও পড়ুন: বিনামূল্যে আপনার আধার কার্ড আপডেট করতে পারেন এই তারিখ পর্যন্ত, সম্পূর্ণ প্রক্রিয়া জানুন

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.