
হেলথ ইন্স্যুরেন্স (Health Insurance) বা স্বাস্থ্য বিমা করানোর সময় বিভ্রান্তির স্বীকার হওয়া নতুন নয়। মেডিক্লেম (Mediclaim)-কে কেউ কেউ ভুল করে হেলথ ইন্স্যুরেন্স ধরে নিতে পারেন। কিন্তু, মেডিক্লেম এবং হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে পার্থক্য রয়েছে।
মেডিক্লেম
মেডিক্লেম হল এক ধরনের বিমা পলিসি, যা স্বাস্থ্যগত জরুরি অবস্থার সময় পলিসিধারককে আর্থিক সাহায্য দিয়ে থাকে। এটি শুধুমাত্র হাসপাতালের খরচ কভার করে, কিন্তু চিকিৎসার অন্যান্য খরচ পলিসিধারককে বহন করতে হয়।
হেলথ ইন্স্যুরেন্স
স্বাস্থ্য বিমা চিকিৎসা এবং অস্ত্রোপচার উভয়ই কভার করে। এর পাশাপাশি স্বাস্থ্য বিমায় নগদবিহীন চিকিৎসার সুবিধাও রয়েছে। একই সঙ্গে হাসপাতালে ভর্তির আগে এবং পরে, সমস্ত ধরনের খরচ কভার করা হয়।
মেডিক্লেম ও হেলথ ইন্স্যুরেন্সের তফাত
১. মেডিক্লেম শুধুমাত্র হাসপাতালে ভর্তির খরচ কভার করে, যেখানে স্বাস্থ্য বিমা অন্যান্য খরচও কভার করে।
২. মেডিক্লেম অ্যাড-অন কভার দিতে পারে না, যেখানে স্বাস্থ্য বিমা গুরুতর অসুস্থতা, মাতৃত্বকালীন সুবিধা এবং অন্যান্য অ্যাড-অন কভার অফার করে।
৩. মেডিক্লেমে কভার সীমিত এবং বেশিরভাগ ক্ষেত্রে পাঁচ লক্ষের বেশি হয় না। যেখানে, স্বাস্থ্য বিমার কভার আপনার উপর নির্ভর করে এবং এটি কোটিতেও হতে পারে।
৪. কম কভারেজের কারণে মেডিক্লেম স্বাস্থ্য বিমার চেয়ে সস্তা।
আরও পড়ুন: গ্রাহকদের আধার অথেন্টিকেশনের অনুমতি পেল ২২টি আর্থিক সংস্থা