এ বার হাতে আসতে চলেছে ফোল্ডেবল স্মার্টফোন। ভাঁজ করা যায়, এমন একটি নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছে বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল। আনুষ্ঠানিক আত্মপ্রকাশ আগামী ১০ মে।
বেশ কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছে এই ফোল্ডেবল স্মার্টফোন। তবে অনেকেই এ ধরনের খবরকে গুজব বলে এড়িয়ে গিয়েছেন। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে গুগল আই/ও ২০২৩ অনুষ্ঠানে আত্মপ্রকাশ করতে চলেছে এই অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোন।
নতুন স্মার্টফোনটির একটি ভিডিও টুইটারে শেয়ার করেছে গুগল। ওই ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “মে দ্য ফোল্ড বি উইথ ইউ।” ভিডিয়োটি শেয়ার করার সঙ্গেই কমেন্ট বিভাগে মন্তব্যের বন্যা বইতে শুরু করে। এই ফোন নিয়ে ব্যবহারকারীদের আগ্রহ যে তুঙ্গে, সেটাই স্পষ্ট হয়ে ধরা পড়ে নেটমাধ্যমে।
আমেরিকান টেকনোলজি নিউজ ওয়েবসাইট দ্য ভার্জের রিপোর্ট অনুযায়ী, গুগল এখনও পর্যন্ত ডিভাইসটির কোনো স্পেসিফিকেশন প্রকাশ করেনি, তবে একটি সংক্ষিপ্ত টিজার ভিডিয়োয় এই ফোনের পূর্ণ আকারের বাইরের ডিসপ্লে দেখা যাচ্ছে। যা স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ডিভাইসের মতোই খোলে। পিছনের ক্যামেরা বারটি অন্যান্য পিক্সেল ডিভাইসের মতোই কিন্তু ততটা স্পষ্টভাবে আটকে থাকে না।
আরও পড়ুন: আইসিআইসিআই ব্যাঙ্ক ইউপিআই ম্যান্ডেট-এর মাধ্যমে ফাসট্যাগ অটো রিচার্জ চালু করল