বাজারে এল রেডমি ১২ সিরিজ, মোটো জি১৪! জানুন কবে থেকে কোথায়, কত দামে কেনা যাবে

redmi

আগস্ট মাসের শুরুটাই হল দু’টি বহুল প্রতীক্ষিত স্মার্টফোন লঞ্চের মধ্য দিয়ে। এক দিকে, বাজেট-ফ্রেন্ডলি moto g14 লঞ্চ করেছে মোটোরলা, অন্য দিকে ভারতে Redmi 12 স্মার্টফোন সিরিজ লঞ্চ করেছে জাওমি (Xiaomi)।

লঞ্চ হওয়া এই স্মার্টফোন দু’টি কেনার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। চলুন জেনে নেওয়া যাক, কবে, কোথা থেকে কিনতে পারবেন আপনার পছন্দের স্মার্টফোন।

রেডমি ১২ সিরিজ

মঙ্গলবার ভারতে Redmi 12 সিরিজ লঞ্চ হয়েছে। সিরিজের মধ্যে রয়েছে Redmi 12 4G এবং Redmi 12 5G স্মার্টফোনগুলি।

ভারতে কবে থেকে বিক্রি হবে রেডমি ১২ সিরিজ

Redmi 12 সিরিজের স্মার্টফোনগুলি ৪ আগস্ট দুপুর ১২টায় Mi.com-এ বিক্রি হবে। Amazon, Flipkart এবং Xiaomi এর খুচরো বিক্রেতা।

রেডমি ১২ সিরিজের স্মার্টফোনগুলির দাম

*রেডমি ১২ ফোর-জি

৪জিবি+১২৮জিবি – ৯,৯৯৯ টাকা

*রেডমি ১২ ফোর-জি

৪জিবি+১২৮জিবি – ১১,৪৯৯ টাকা

*রেডমি ১২ ফাইভ-জি

৪জিবি + ১২৮জিবি – ১১,৯৯৯ টাকা

*রেডমি ১২ ফাইভ-জি

৬জিবি + ১২৮জিবি – ১৩,৪৯৯ টাকা

*রেডমি ১২ ফাইভ-জি

৬জিবি + ১২৮জিবি – ১৫,৪৯৯ টাকা

মোটো জি১৪

কবে কোথায় কেনা যাবে মোটো জি১৪

এই বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোনটি ৮ আগস্ট থেকে Flipkart, Motorola-র ওয়েবসাইট এবং খুচরো দোকানগুলি থেকে কেনা যাবে।

মোটো জি১৪-র দাম

মোটো জি১৪

৪জিবি। ১২৮জিবি রম। ১ টিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল- ৯,৯৯৯ টাকা

আরও পড়ুন: শেয়ার বাজারে শীঘ্রই চালু হবে তাৎক্ষণিক লেনদেন নিয়ম, কী ভাবে লাভবান হবেন বিনিয়োগকারীরা

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.