নতুন নিরাপত্তা নিয়মের আওতায় স্মার্টফোনে আর প্রি-ইন্সটল করা অ্যাপ নয়। স্মার্টফোন কোম্পানিগুলোর জন্য এমনই নিয়ম বাধ্যতামূলক করার প্রস্তাব কেন্দ্রীয় সরকারের। মঙ্গলবার সরকারি সূত্র উদ্ধৃত করে এমনটাই দাবি করা হয়েছে রয়টার্সের রিপোর্টে।
বিশ্বে স্মার্টফোনের দ্বিতীয় বৃহত্তম বাজার ভারত। নতুন নিয়ম সম্পর্কে এখনও বিশদ কোনো তথ্য মেলেনি। তবে স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থার ঘাড়ে যাতে লোকসানের বাড়তি বোঝা না চাপে, সে কারণেই প্রস্তাবটি সম্পর্কে তাদের আগাম জানিয়ে রাখতে পারে কেন্দ্র। ওয়াকিবহাল মহলের মতে, Samsung, Xiaomi, Vivo,-সহ অন্য সংস্থার জন্য আগে থেকে ইনস্টল করা অ্যাপগুলি থেকে ব্যবসায় ক্ষতির কারণ হতে পারে।
গুপ্তচরবৃত্তি এবং ব্যবহারকারীর তথ্যের অপব্যবহারের বিষয়ে উদ্বেগের মধ্যে এই নতুন নিয়মগুলি বিবেচনা করছে তথ্যপ্রযুক্তি মন্ত্রক। সরকারি সূত্রে দাবি করা হয়েছে, প্রি-ইনস্টল করা অ্যাপগুলি একটি দুর্বল সুরক্ষা পয়েন্ট হতে পারে। ফলে চিন-সহ কোনো দেশ যাতে এটাকে অন্য কাজে লাগাতে না পারে, সেটাই নিশ্চিত করতে চায় কেন্দ্র। এটা আদ্যন্ত জাতীয় নিরাপত্তার বিষয়।
নতুন নিয়মের অধীনে, স্মার্টফোনগুলিতে একটি আন-ইনস্টল অপশন রাখার কথা বলা হয়েছে। নতুন মডেলগুলির এই সংক্রান্ত বিষয় ভারতীয় স্ট্যান্ডার্ড এজেন্সি ব্যুরোর অনুমোদিত একটি ল্যাবের মাধ্যমে পরীক্ষা করা হবে।
প্রসঙ্গত, ২০২০ সালে চিনের সঙ্গে সীমান্ত বিরোধের রেশ ধরে টিকটিক-সহ তিনশোর বেশি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত সরকার। পাশাপাশি, চিনি সংস্থাগুলির বিনিয়োগ নিয়ে তদন্তে গতি এনেছে কেন্দ্র। শুধু তাই নয়, বিশ্বজুড়ে অনেক দেশই Huawei এবং Hikvision-এর মতো চিনা সংস্থাগুলির প্রযুক্তি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাদের আশঙ্কা, বিদেশি নাগরিকদের উপর গুপ্তচরবৃত্তি করতে চিন তাদের ব্যবহার করতে পারে। চিন অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
আরও পড়ুন: ক্রিপ্টো প্রতারণা: ভারতে এখনও পর্যন্ত ৯৫০ কোটির বেশি জালিয়াতি