কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপো রেট বাড়াতে ক্রমবর্ধমান ব্যাঙ্কের স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে (FD) সুদের হার। আপনি যদি নিজের জন্য এফডি-র খোঁজ করেন, তা হলে এই বিশেষ ফিক্সড ডিপোজিটগুলির বিষয়ে জেনে নিতে পারেন।
নির্দিষ্ট মাস বা বছরের পরিবর্তে অনিয়মিত মেয়াদের হয়ে থাকে এই বিশেষ এফডি। প্রথাগত এফডি-র তুলনায় উচ্চ হারে সুদের গ্যারান্টিও দেয়। বলে রাখা ভালো, গত বছরের মে মাস থেকে এখনও পর্যন্ত, রেপো রেট মোট ২৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৬.৫০ শতাংশ করেছে আরবিআই (RBI)। আমানতকারীদের আকৃষ্ট করতে ব্যাঙ্কগুলিও এ বছর নিজেদের স্থায়ী আমানতের সুদের হার বাড়ানোর পথ ধরেছে।
এসবিআই
ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) গত ১৫ ফেব্রুয়ারি “৪০০ দিন” (অমৃত কলশ) নামে একটি নির্দিষ্ট মেয়াদের স্কিম চালু করেছে, যার সুদের হার প্রবীণ নাগরিকদের জন্য ৭.৬০ শতাংশ এবং সাধারণ জনগণের জন্য ৭.১০ শতাংশ। এই বিশেষ অফারটি ৩১ মার্চ পর্যন্ত পাওয়া যাবে বলে জানিয়েছে এসবিআই।
এইচডিএফসি
বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি (HDFC) ব্যাঙ্ক বয়স্ক ব্যক্তিদের জন্য একটি বিশেষ মেয়াদি আমানত স্কিম “সিনিয়র সিটিজেন কেয়ার এফডি” চালু করেছে। এই বিশেষ এফডি-তে বিনিয়োগ করা যাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। এটা শুধুমাত্র প্রবীণ নাগরিকদের জন্য। যেখানে বাড়তি .৫০ থেকে .২৫ শতাংশ পর্যন্ত সুদের সুবিধা পাওয়া যাচ্ছে।
ইন্ডিয়ান ব্যাঙ্ক
গত বছরের ১৯ ডিসেম্বর “ইন্দ শক্তি ৫৫৫ দিন” নামে বিশেষ মেয়াদি আমানতের সূচনা করেছিল ইন্ডিয়ান ব্যাঙ্ক। আমানতটির সুবিধা পাওয়া যাবে ৩১ মার্চ পর্যন্ত। এতে প্রবীণ এবং সাধারণ নাগরিকরাও সুবিধা নিতে পারেন। যেখানে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.৫০ শতাংশ, সেখানে সাধারণের জন্য ৭ শতাংশ।
আইডিবিআই
“আইডিবিআই নমন সিনিয়র সিটিজেন ডিপোজিট,” একটি বিশেষ ফিক্সড ডিপোজিট । যা ২০২২ সালের ২০ এপ্রিল চালু করেছিল আইডিবিআই ব্যাঙ্ক। এটা পাওয়া যাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। এতে প্রবীণ নাগরিকরা বাড়তি .৫০ থেকে .২৫ শতাংশ সুদ পাবেন।
পঞ্জাব অ্যান্ড সিন্ধ
পিএসবি ফ্যাবুলাস, পিএসবি ফ্যাবুলাস প্লাস এবং পিএসবি উৎকর্ষ। যথাক্রমে ৩০০, ৬০১ এবং ২২২ দিনের স্কিম। এই স্কিমগুলি পাওয়া যাবে ৩১ মার্চ পর্যন্ত। সাধারণের জন্য সুদের হার ৭.৫০ শতাংশ পর্যন্ত, প্রবীণ নাগরিকদের জন্য ৮.৩৫ শতাংশ।