আপনি কি একটা বড় অঙ্কের টাকা ফিক্সড ডিপোজিট বা এফডি (FD) করার কথা ভাবছেন? তা হলে আপনার জন্য একচা সুখবর রয়েছে! এখন এফডি-তে বাম্পার রিটার্ন দিচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (BOI)।
মঙ্গলবার একটি নতুন বাল্ক ডিপোজিট স্কিম চালু করেছে ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এতে ১৭৫ দিনের জন্য ২ কোটি টাকা বা তার বেশি জমার উপর ৭.৫০ শতাংশ সুদ পাওয়া হবে।
ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এই সুপার স্পেশাল ফিক্সড ডিপোজিট স্বল্পমেয়াদী বিনিয়োগের জন্য সবচেয়ে আকর্ষণীয় বিকল্পগুলির মধ্যে একটি। ১৭৫ দিনের মধ্যে বার্ষিক ৭.৫০ শতাংশের অফার-সহ, এই স্থায়ী আমানত বিশেষত হাই-নেট-ওয়ার্থ ইন্ডিভিজুয়াল (HNIs) এবং কর্পোরেটদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠতে পারে।
এর আগে একই পরিমাণ এফডি-তে ১৭৪ দিনের জন্য ৬ শতাংশ সুদ দিচ্ছিল ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ১ জানুয়ারি থেকে নতুন সুদের হার কার্যকর হয়েছে। ব্যাঙ্ক একটি বিবৃতিতে বলেছে যে নতুন সুদের হার ২ কোটি টাকা থেকে ৫০ কোটি টাকার কম আমানতের উপর প্রযোজ্য।
নতুন করে বলার নয়, বিশেষ ফিক্সড ডিপোজিট শুধুমাত্র এককালীন টাকা জমা করার জন্য। ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এই অফারটি সীমিত সময়ের জন্য। ১ জানুয়ারি থেকে নতুন হার কার্যকর হয়েছে।
আরও পড়ুন: “সত্যের জয় হল”, হিন্ডেনবার্গ মামলায় সুপ্রিম রায়ের পর মন্তব্য গৌতম আদানির