তাৎক্ষণিক লেনদেনের নিয়ম শীঘ্রই প্রয়োগ করা হবে শেয়ার বাজারে (Stock market)। এ ব্যাপারে জোরালো ইঙ্গিত দিলেন সেবি চেয়ারপার্সন মাধবী পুরি বুচ (Madhabi Puri Buch)।
কী ভাবে লাভবান হবেন বিনিয়োগকারীরা
বিনিয়োগকারীদের শেয়ার কেনার সময় ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ারের ক্রেডিট বা শেয়ার বিক্রির অ্যাকাউন্টে ফান্ড ক্রেডিট লেনদেনের জন্য অপেক্ষা করতে হবে না। শেয়ার বাজারে লেনদেনের সেই দিন আর বেশি দূরে নয়।
ভারতের সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ডের চেয়ারপার্সন মাধবী পুরী বুচ জানিয়েছেন, স্টক মার্কেটের নিয়ন্ত্রক সংস্থা দ্রুত লেনদেন নিষ্পত্তি বাস্তবায়নের জন্য কাজ করছে।
কী ভাবে সাশ্রয় হচ্ছে বিনিয়োগকারীদের
সেবি চেয়ারপার্সনের কথায়, লেনদেন নিষ্পত্তির সময়সীমার কমানোর লক্ষ্যে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চলছে। এএসবিএ (ASBA)-র মাধ্যমে ৪ দিনের জন্য ৬ লক্ষ কোটি টাকা পাঠানো হয়, যে কারণে বিনিয়োগকারীরা বার্ষিক ২৬০ কোটি টাকা সাশ্রয় করছেন।
তিনি আরও বলেন, ট্রেডিংয়ের জন্য এএসবিএ-এর মতো ব্যবস্থা গ্রহণের কারণে বিনিয়োগকারীরা বিভিন্ন ভাবে উপকৃত হচ্ছেন। ২,৩০০ কোটি টাকা সুদের আকারে বিনিয়োগকারীদের কাছে ফিরে যাচ্ছে। এই ইকোসিস্টেমের উন্নতির ফলে বিনিয়োগকারীরা আরও বেশি সাশ্রয় করতে পারবেন।
বিশ্বের প্রথম দেশ হিসেব টি+ওয়ান বন্দোবস্ত গ্রহণ করেছে ভারত। সেবি চেয়ারপার্সন এ ব্যাপারে বলেন, সকল শেয়ারের জন্য টি+ওয়ান নিষ্পত্তি কার্যকর করা হয়েছে। এর মানে হল যে একজন বিনিয়োগকারী যদি শেয়ার কেনেন, তার পরের দিনই শেয়ারগুলি তাঁর ডিম্যাট অ্যাকাউন্টে স্থানান্তরিত হয় বা যদি কোনো বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে, তার পরের দিনই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হয়। এর ফলে ১০,০০০ কোটি টাকার মার্জিন দ্রুত সিস্টেমে ফিরে আসছে।
আরও পড়ুন: ইপিএফ পাসবুক চেক করুন বাড়িতে বসেই, জেনে নিন এর ৪টি সহজ উপায়