আগামীকাল (মঙ্গলবার) লোকসভা নির্বাচনের ফলাফল। তার আগেই প্রকাশ্যে এসেছে বিভিন্ন সংস্থার বুথফেরত সমীক্ষার হিসেবনিকেশ। প্রায় সব বুথফেরত সমীক্ষাতেই কেন্দ্রে মোদী সরকারের প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলেছে। তারই জেরে সোমবার কার্যত ঝড় উঠল শেয়ার বাজারে।
শনিবার সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ সম্পূর্ণ হতেই একে একে আসে বুথফেরত সমীক্ষা। তার পর রবিবার বন্ধ ছিল শেয়ার বাজার। আর সোমবার বাজার খুলতেই একের পর গণ্ডি অতিক্রম করে ফেলল বাজারের মূল সূচকগুলি।
বুথফেরত সমীক্ষা দেখার পর বাজার বিশ্লেষকরা বলেছিলেন, সব ঠিক থাকলে সোমবার বাজার খুললেই ঊর্ধ্বমুখী হতে পারে ভারতীয় শেয়ার বাজারের সূচক। বাস্তবে সেটাই হল। আজ, ভারতীয় স্টক মার্কেটের উচ্ছ্বাসে, সকালে বিনিয়োগকারীদের মূলধন ১২ লক্ষ কোটি টাকার বেশি বেড়েছে এবং বিএসই-এর মার্কেট ক্যাপ ৪২৩.৮৬ লক্ষ কোটি টাকায় এসেছে। বিনিয়োগকারীদের আয় ১২.৪৮ লক্ষ কোটি টাকা বেড়েছে যা প্রথম দিকের ব্যবসায় সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।
এ দিন দুপুর একটার পরেও শেয়ার বাজারের অন্যতম সূচক সেনসেক্স ট্রেড করছে ৭৬ হাজারের অনেক উপরে। আগের কেনাবেচার দিনে (গত শুক্রবার) সেনসেক্স বন্ধ হয়েছিল ৭৩,৯৬১ পয়েন্টে। এ দিন সেখান থেকে লম্বা লাফ দিয়ে পৌঁছেছে ৭৬,৭৩৮-এ। অর্থাৎ, আড়াই হাজারের বেশি পয়েন্ট ছুঁয়ে এসেছে ৫০ স্টকের এই সূচক।
বিশ্লেশকদের মতে, আজ বাজারে এই ঝড় ওঠার নেপথ্যে মূল কারণ দুটি বিষয়। প্রথমত, আগের নির্বাচন যখনই হয়েছে, বুথফেরত সমীক্ষার ফলাফল প্রায়শই মিলে গিয়েছে। দ্বিতীয়ত, স্থিতিশীলতার জন্য জিডিপি বৃদ্ধির বিষয়টিই বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।
মনে রাখা ভালো, গত সপ্তাহে পতন হয়েছে বাজারের। লোকসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষার পরে আপাতত ভাল খবর মিলছে। এর পর ফলাফল ঘোষণার পর বাজার কোন দিকে এগোয়, সেটাই দেখার!
আরও পড়ুন: নিফটি কি ২৪ হাজার ছাড়িয়ে যাবে? নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে শেয়ারবাজার