ব্যাঙ্ক গ্রাহকদের সুবিধার জন্য বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আপনি সহজেই এই তালিকাটি জেনে নিয়ে নিজের ব্যাঙ্ক সম্পর্কিত কাজের একটি তালিকা তৈরি করতে পারেন। রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত তালিকা অনুসারে, আগামী আগস্ট মাসে ব্যাঙ্কগুলি মোট ১৪ দিনের জন্য বন্ধ থাকবে।
ব্যাঙ্কের বেশ কিছু ছুটি রাজ্যের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। উল্লেখযোগ্য ভাবে, আগস্ট মাসে বেশ কিছু ছুটি থাকে ব্যাঙ্কে। উৎসব, জন্মবার্ষিকী এবং শনি ও রবিবারের কারণে এ মাসে অনেক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। স্বাধীনতা দিবসের কারণে ১৫ আগস্ট সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এ ছাড়া ওনাম-এর মতো উৎসবের কারণে দেশের অনেক জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
ফলে, পরের মাসে যদি ব্যাঙ্কের কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে হয়, তা হলে ছুটির তালিকা অনুযায়ী আপনার পরিকল্পনা সাজিয়ে রাখুন।
আগস্ট মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ
৬ আগস্ট, ২০২৩ – রবিবারের কারণে সারা দেশে ছুটি থাকবে
৮ আগস্ট, ২০২৩ – গ্যাংটকের টেন্ডং লো রাম ফাটের কারণে ছুটি
১২ আগস্ট ২০২৩- দ্বিতীয় শনিবার সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে
১৩ আগস্ট ২০২৩- রবিবারের কারণে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে
১৫ আগস্ট ২০২৩- স্বাধীনতা দিবস
১৬ আগস্ট ২০২৩- পার্সি নববর্ষের কারণে মুম্বই, নাগপুর এবং বেলাপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৮ আগস্ট ২০২৩- শ্রীমন্ত শঙ্করদেব তিথির কারণে গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২০ আগস্ট ২০২৩- রবিবারের সাপ্তাহিক ছুটি
২৬ আগস্ট ২০২৩- চতুর্থ শনিবার
২৭ আগস্ট ২-২৩- রবিবার সারা দেশের ব্যাঙ্ক বন্ধ
২৮ আগস্ট ২০২৩ – প্রথম ওনামের কারণে কোচি এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
২৯ আগস্ট, ২০২৩ – তিরুওনামের কারণে কোচি এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক ছুটি
৩০ আগস্ট- রক্ষা বন্ধনের কারণে জয়পুর এবং সিমলায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
৩১ আগস্ট ২০২৩ – রক্ষা বন্ধন / শ্রী নারায়ণ গুরু জয়ন্তী / পাং-লাবসোলের কারণে দেহরাদুন, গ্যাংটক, কানপুর, কোচি, লখনউ এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ।
উল্লেখ্য, প্রতি মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। কেন্দ্রীয় ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও এই তালিকাটি দেখে নেওয়া যায়। যদি ব্যাঙ্কে গুরুত্বপূর্ণ কাজ থাকে, তা হলে ছুটির আগের দিনই মিটিয়ে নিতে পারেন। তবে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও নেট ব্যাঙ্কিং, এটিএম, ডিজিটাল পেমেন্টের মাধ্যমে আপনার কাজ সেরে নিতে পারেন।
আরও পড়ুন: বন্ধ হচ্ছে ভাউচার, অ্যাক্সিস ম্যাগনাস ক্রেডিট কার্ডে আসছে বড়ো পরিবর্তন