এপ্রিলে ১৪টি ছুটি ব্যাঙ্কের, জানুন কোন দিন কোথায় বন্ধ থাকবে

central bank

মার্চ মাস শেষ হয়ে এপ্রিল শুরু হতে চলেছে। এমন পরিস্থিতিতে গ্রাহকরা যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন তা নিশ্চিত করতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করেছে। এপ্রিল মাসে বিভিন্ন উৎসব রয়েছে। যেগুলির মধ্যে বিশেষ ভাবে উল্লেখযোগ্য ঈদ, গুড়ি পাদওয়া এবং রাম নবমীর মতো অনেক উৎসব।

নতুন আর্থিক বছর, ২০২৪-২৫ শুরু হচ্ছে ১ এপ্রিল। আরবিআই-এর মাসিক ছুটির তালিকা অনুযায়ী, এপ্রিল মাসে ১৪ দিন ব্যাঙ্ক ছুটি থাকবে। এর মধ্যে শনি ও রবিবারের মতো সাপ্তাহিক ছুটিও রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক, এপ্রিলে ব্যাঙ্ক কোন কোন দিন বন্ধ থাকবে।

১ এপ্রিল ২০২৪: বার্ষিক বন্ধের কারণে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৫ এপ্রিল ২০২৪: বাবু জগজীবন রামের জন্মদিন এবং জুমাত জুমাতুল বিদার কারণে তেলঙ্গনা, জম্মু এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৭ এপ্রিল ২০২৪: রবিবারের কারণে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৯ এপ্রিল ২০২৪: বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, ইম্ফল, জম্মু, মুম্বই, নাগপুর, পানাজি এবং শ্রীনগরে গুড়ি পাদওয়া / উগাদি উৎসব / তেলগু নববর্ষ এবং প্রথম নবরাত্রির কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে৷

১০ এপ্রিল ২০২৪: ঈদের কারণে কোচি এবং কেরলে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।

১১ এপ্রিল ২০২৪: ঈদের কারণে, চণ্ডীগড়, গ্যাংটক, কোচি ছাড়া সারা দেশে ব্যাঙ্ক থাকবে।

১৩ এপ্রিল ২০২৪: দ্বিতীয় শনিবারের কারণে, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৪ এপ্রিল ২০২৪: রবিবার।

১৫ এপ্রিল ২০২৪: বোহাগ বিহু এবং হিমাচল দিবসের কারণে গুয়াহাটি এবং সিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৭ এপ্রিল ২০২৪: রাম নবমীর কারণে, অমদাবাদ, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেহরাদুন, গ্যাংটক, হায়দরাবাদ, জয়পুর, কানপুর, লখনউ, পটনা, রাঁচি, সিমলা, মুম্বই এবং নাগপুরের ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।

২০ এপ্রিল ২০২৪: গরিয়া পুজোর কারণে আগরতলায় ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।

২১ এপ্রিল ২০২৪: রবিবার।

২৭ এপ্রিল ২০২৪: চতুর্থ শনিবারের কারণে সারাদেশের ব্যাঙ্কে ছুটি থাকবে।

২৮ এপ্রিল ২০২৪: রবিবার।

উল্লেখ্য, প্রতি মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। কেন্দ্রীয় ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও এই তালিকাটি দেখে নেওয়া যায়। যদি ব্যাঙ্কে গুরুত্বপূর্ণ কাজ থাকে, তা হলে ছুটির আগের দিনই মিটিয়ে নিতে পারেন। তবে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও নেট ব্যাঙ্কিং, এটিএম, ডিজিটাল পেমেন্টের মাধ্যমে আপনার কাজ সেরে নিতে পারেন।

আরও পড়ুন: এই প্রথম ভারতের বাইরে তাজা দুধ বিক্রি করছে আমুল, লক্ষ্য মার্কিন বাজার

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.