আগামী সোমবার (২৭ নভেম্বর, ২০২৩) গুরু নানক জয়ন্তী। তার আগে, শনি ও রবিবার ব্যাঙ্ক বন্ধ। সোমবারেও কি ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। হাতে দরকারি কোনো কাজ নিয়ে ব্যাঙ্কে যাওয়ার আগে তা স্পষ্ট ভাবে জেনে নিন।
এমনিতে, সারা দেশ জুড়ে প্রায় অর্ধেক মাসের মতো ব্যাঙ্ক বন্ধ নভেম্বর মাসে। এই ছুটির মধ্যে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং রবিবারের মতো ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে। নিয়ম অনুযায়ী, মাসে কমপক্ষে দু’টি শনিবার ও চারটি রবিবার ছুটি থাকে।
গুরপরব হল গুরু নানক জয়ন্তীর জন্য প্রায়শই ব্যবহৃত শব্দ। কার্তিক পূর্ণিমায় (নভেম্বর বা ডিসেম্বরের প্রথম পূর্ণিমা) শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবের জন্মদিন হিসাবে পালন করা হয়। ১৪৬৯ সালে এই দিনে জন্মগ্রহণ করেছিলেন গুরু নানক। ওই দিনটিতে দেশের বেশ কিছু রাজ্য়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
যে রাজ্যগুলিতে ২৭ নভেম্বর ব্যাঙ্ক বন্ধ থাকবে
২৭ নভেম্বর (সোমবার): গুরু নানক জয়ন্তী/কার্তিক পূর্ণিমা/রাস-উৎসব – অসম, মিজোরাম, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, হায়দরাবাদ, তেলঙ্গনা, রাজস্থান, জম্মু, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, নয়াদিল্লি, বিহার, ঝাড়খণ্ড, হিমাচলপ্রদেশ।
যে রাজ্যগুলিতে ২৭ নভেম্বর ব্যাঙ্ক বন্ধ থাকবে না
অনেক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকলেও ত্রিপুরা, গুজরাত, কর্নাটক, তামিলনাড়ু, সিকিম, অসাম, মণিপুর, কেরলা, গোয়া, বিহার ও মেঘালয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে না।
আরও পড়ুন: এসআইপি বিনিয়োগে কী ভাবে দ্রুত নিজের লক্ষ্যে পৌঁছাবেন? মাথায় রাখুন ৩টি বিষয়
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.