সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) বিনিয়োগকারীদের মিউচুয়াল ফান্ডে পর্যায়ক্রমে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করার সুবিধা দেয়। সবচেয়ে সাধারণ ধরনের এসআইপি হল মাসিক এসআইপি, যেখানে মাসের একটি নির্দিষ্ট তারিখে, আপনার পছন্দের মিউচুয়াল ফান্ডে একটি পূর্বনির্ধারিত অর্থ বিনিয়োগ করতে পারবেন। এ ছাড়াও এসআইপি-তে বিনিয়োগের ক্ষেত্রে মনে রাখতে হবে আরও বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়।
টাকা খরচের গড়
টাকা খরচ গড় এমন একটি ধারণা যেখানে আপনি যখন একটি ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু কম থাকে তখন আপনি সেটার বেশি সংখ্যক ইউনিট এবং নেট অ্যাসেট ভ্যালু (NAV) বেশি হলে কম সংখ্যক ইউনিট কিনতে পারেন। মূলত এসআইপি-র এই সুবিধা নিশ্চিত করে যে মিউচুয়াল ফান্ড ইউনিট কেনার খরচ এসআইপি-র মেয়াদকালের তুলনায় গড়ে উঠে। আপনি যদি এসআইপি-র মাধ্যমে বিনিয়োগ করেন তবে বাজারের অবস্থা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না এবং এটি এসআইপি বিনিয়োগের অন্যতম প্রধান সুবিধা।
চক্রবৃদ্ধির শক্তি
চক্রবৃদ্ধি তখনই ঘটে যখন আপনার করা বিনিয়োগের রিটার্ন থেকে আপনি আয় করতে শুরু করেন। এটি একটি সাধারণ ধারণা, তবে এর ব্যবহারিক প্রয়োগগুলি যথেষ্ট। এসআইপি-র মাধ্যমে নিয়মিত বিনিয়োগ করে নিজের রিটার্নও পুনঃবিনিয়োগ করা যেতে পারে। সময়ের সঙ্গেই সম্ভাব্য রিটার্নের একাধিক বার বৃদ্ধি ঘটতে পারে। সবচেয়ে বেশি লাভের একটি আদর্শ উপায় হল দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা। এটাও এসআইপি-র আরেকটি বড়ো সুবিধা।
নিজের সাধ্যমতো বিনিয়োগ
এসআইপি-তে নিজের সাধ্যমতো বিনিয়োগ করা যায়। মাসে মাত্র ৫০০ টাকার বিনিয়োগও বেছে নিতে পারেন। এতে আপনার আয়-ব্যায়ের উপর খুব বেশি প্রভাব ফেলবে না। যে কারণে এসআইপি-তে বিনিয়োগ হল একটি সাশ্রয়ী উপায়। আপনি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান স্টেপ-আপ বৈশিষ্ট্যের মাধ্যমে নিজের উপার্জন বৃদ্ধির সঙ্গে মাসিক বিনিয়োগের সংখ্যাও বাড়াতে পারেন। এমনকী, একই সময়ে একাধিক প্ল্যানে বিনিয়োগ করতে পারেন। এর জন্য কোনো ঊর্ধ্বসীমা নেই। এ ভাবেই এসআইপি-তে বিনিয়োগ করে দ্রুত নিজের লক্ষ্যে পৌঁছাতে পারেন।
আরও পড়ুন: মাত্র ১ টাকা বিনিয়োগ! জানুন আইসিআইসিআই-এর কোন মিউচুয়াল ফান্ডে