২০২৪ সালে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, দেখুন পুরো তালিকা

একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে ২০২৩। ক’দিন বাদেই নতুন বছর শুরু হতে চলেছে। এমনিতে দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার সাপ্তাহিক ছুটি থাকে ব্যাঙ্কে। এ ছাড়াও নতুন বছরে বিভিন্ন উৎসব উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। নতুন বছরকে স্বাগত জানানোর সঙ্গেই জেনে নেওয়া যাক সেই তারিখগুলি।

১ জানুয়ারি: সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১১ জানুয়ারি: মিজোরামে মিশনারি দিবসের কারণে ব্যাঙ্ক বন্ধ।

১২ জানুয়ারি: স্বামী বিবেকানন্দ জয়ন্তীর কারণে পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৩ জানুয়ারি: দ্বিতীয় শনিবার এবং লোহরির কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

১৪ জানুয়ারি: মকর সংক্রান্তি এবং রবিবারের কারণে দেশের অনেক রাজ্যে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।

১৫ জানুয়ারি: পোঙ্গলের কারণে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৬ জানুয়ারি: টুসু পুজোর কারণে পশ্চিমবঙ্গ এবং অসমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৭ জানুয়ারি: গুরু গোবিন্দ সিং জয়ন্তীর কারণে অনেক রাজ্যে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।

২৩ জানুয়ারি: নেতাজি সুভাষ চন্দ্র বসু জয়ন্তীর কারণে বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৫ জানুয়ারি: হিমাচল প্রদেশ রাজ্য দিবসের কারণে রাজ্যে ছুটি থাকবে।

২৬ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবসের কারণে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।

৩১ জানুয়ারি: মি-ড্যাম-মি-ফির কারণে অসমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৫ ফেব্রুয়ারি: লুই-এনগাই-নি-এর কারণে মণিপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৯ ফেব্রুয়ারি: শিবাজি জয়ন্তীর কারণে মহারাষ্ট্রের ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।

৮ মার্চ: মহাশিবরাত্রির কারণে বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৫ মার্চ: হোলির কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

২৯ মার্চ: গুড ফ্রাইডে-এর কারণে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৯ এপ্রিল: কর্নাটক, তেলঙ্গনা, অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্রে উগাদি/গুড়ি পড়বাতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১০ এপ্রিল: ঈদ-উল-ফিতরের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৭ এপ্রিল: রাম নবমীর কারণে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।

১ মে: শ্রমিক দিবস ও মহারাষ্ট্র দিবসের কারণে অনেক রাজ্যে ছুটি থাকবে।

১০ জুন: শ্রী গুরু অর্জুন দেব জির শাহাদত দিবসের কারণে পঞ্জাবে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৫ জুন: ওয়াইএমএ দিবসের কারণে মিজোরামে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৬ জুলাই: এমএইচআইপি দিবসের কারণে মিজোরামে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৭ জুলাই: মহরমের কারণে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।

৩১ জুলাই: শহিদ উধম সিং শহাদত দিবস উপলক্ষে, হরিয়ানা এবং পঞ্জাবের ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।

১৫ আগস্ট: স্বাধীনতা দিবসের কারণে ব্যাংকগুলিতে ছুটি থাকবে।

১৯ আগস্ট: রাখিবন্ধনের কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

২৬ আগস্ট: জন্মাষ্টমীর কারণে অনেক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৭ সেপ্টেম্বর: মহারাষ্ট্রে গণেশ চতুর্থীর কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

১৩ সেপ্টেম্বর: রামদেব জয়ন্তী, তেজা দশমী, রাজস্থানে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৬ সেপ্টেম্বর: ঈদ-ই-মিলাদের কারণে অনেক রাজ্যে ব্যাঙ্কে ছুটি থাকবে।

১৭ সেপ্টেম্বর: ইন্দ্রযাত্রার কারণে সিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৮ সেপ্টেম্বর: নারায়ণ গুরু জয়ন্তীর কারণে কেরলে ছুটি থাকবে।

২১ সেপ্টেম্বর: নারায়ণ গুরু সমাধির কারণে কেরলে ছুটি থাকবে।

২৩ সেপ্টেম্বর: বীরোঁ শহীদ দিবসের কারণে হরিয়ানায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২ অক্টোবর: গান্ধী জয়ন্তীর কারণে সারা দেশে ব্যাঙ্ক থাকবে।

১০ অক্টোবর: মহা সপ্তমীর কারণে অনেক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১১ অক্টোবর: মহাঅষ্টমীর কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১২ অক্টোবর: দশেরার কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

৩১ অক্টোবর: সর্দার বল্লভভাই প্যাটেল জয়ন্তীর কারণে গুজরাতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

১ নভেম্বর : কুট, হরিয়ানা দিবস, কর্নাটক রাজজ্যোৎসব উপলক্ষ্যে কয়েকটি রাজ্যে ছুটির দিন।

২ নভেম্বর: নিঙ্গোল চাকৌবা মণিপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৭ নভেম্বর: ছট পুজোর কারণে বিহার এবং ঝাড়খণ্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৫ নভেম্বর: গুরু নানক জয়ন্তীর কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৮ নভেম্বর: কর্নাটকে কনক দাস জয়ন্তীর ছুটি।

২৫ ডিসেম্বর: বড়দিনের কারণে ছুটি থাকবে।

আরও পড়ুন: অসম সরকারের সঙ্গে বন্ধন ব্যাঙ্কের মউ স্বাক্ষর, শীঘ্রই চালু হচ্ছে রাজস্ব সংগ্রহ পোর্টাল

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.