এই প্রথম ভারতের বাইরে তাজা দুধ বিক্রি করছে আমুল, লক্ষ্য মার্কিন বাজার

amul

নয়াদিল্লি: এই প্রথম আমুলের তাজা দুধ পাওয়া যাবে ভারতের বাইরে। গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF) কয়েক দিনের মধ্যেই ভারতীয় প্রবাসী এবং এশীয়দের চাহিদা পূরণ করার জন্য মার্কিন বাজারে চার ধরনের আমুল বিক্রি করবে।

জিসিএমএমএফ এমডি জয়েন মেহতা সংবাদ সংস্থা পিটিআই-কে জানান “আমরা বহু দশক ধরে দুগ্ধজাত পণ্য রফতানি করে আসছি। এই প্রথম আমরা ভারতের বাইরে তাজা দুধ (Amul fresh milk) বিক্রি করতে চলেছি।”

তিনি বলেন, “১০৮ বছরের পুরনো সমবায় সংস্থা মিশিগান মিল্ক প্রডিউসারস অ্যাসোসিয়েশনের (MMPA) সঙ্গে যুক্তরাষ্ট্রের বাজারে তাজা দুধ বিক্রি করার জন্য চুক্তি করেছে জিসিএমএমএফ। দুধ সংগ্রহ এবং প্রক্রিয়াকরণ করবে এমএমপিএ। মার্কিন বাজারে আমুল দুধের বিপণন এবং ব্র্যান্ডিং করবে জিসিএমএমএফ। এক সপ্তাহের মধ্যে, আমেরিকার বাজারে আমুল তাজা, আমুল গোল্ড, আমুল শক্তি এবং আমুল স্লিম এন ট্রিম পাওয়া যাবে।”

তিনি আরও বলেন, নিউ ইয়র্ক, নিউ জার্সি, শিকাগো, ওয়াশিংটন, ডালাস এবং টেক্সাসের বাজারে আমুল দুধ পাওয়া যাবে। প্রবাসী ভারতীয় এবং এশীয়দের চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সংস্থা। সেলিং টার্গেট সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আগামী ৩-৪ মাসের জন্য ব্র্যান্ডিং এবং মার্কেটিং-এ ফোকাস করবে জিসিএমএমএফ।

গ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া আশা করছে সংস্থা। মেহতা বলেন, জিসিএমএমএফ অদূর ভবিষ্যতে পনির, দই এবং বাটার মিল্কের মতো তাজা দুধের পণ্যও চালু করবে। ২০২২-২৩ অর্থবছরে, সংস্থার টার্নওভার প্রায় ৫৫,০০০ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ১৮.৫ শতাংশ বেশি। সংস্থা ইতিমধ্যে প্রায় ৫০টি দেশে দুগ্ধজাত পণ্য রফতানি করছে।

আরও পড়ুন: এক লক্ষেরও বেশি এলআইসি কর্মীকে বড় উপহার! ১৭ শতাংশ বেতন বৃদ্ধির অনুমোদন কেন্দ্রের

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.