বিবি ডেস্ক: যে কোনো সময় যে কেউ অসুখে পড়তে পারেন। ফলে নিজেকে এবং নিজের পরিবারের চিকিৎসা সংক্রান্ত বিপর্যয় থেকে দূরে রাখতে স্বাস্থ্য বিমার (health insurance) ভূমিকা অনেক। তবে স্বাস্থ্য বিমা করানোর সময় প্রয়োজনীয়তা অনুযায়ী সঠিক পলিসি নির্বাচন করাও একটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়।
সঠিক বিচার-বিবেচনা না করে কেনা একটি স্বাস্থ্য বিমা জরুরি সময়ে পর্যাপ্ত নাও হতে পারে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কোনো হৃদরোগীর ক্ষেত্রে এমন একটি কভার বেছে নেওয়া দরকার, যা ব্যয়বহুল চিকিৎসা লাঘব করতে পারে। ফলে আমাদের প্রত্যেকেই বয়স, পরিবারের আকার, চিকিৎসা সংক্রান্ত ইতিহাস, স্বাস্থ্যের অবস্থা, জিনঘটিত গঠন ইত্যাদির দিকগুলি বিবেচনা করে সেই অনুযায়ী স্বাস্থ্য বিমা নির্বাচন করতে হবে।
স্বাস্থ্য বিমা করানোর সময় যে বিষয়গুলি মাথায় রাখা দরকার
স্বাস্থ্য বিমার পুনর্নবীকরণ
এই বিষয়টিই সব থেকে গুরুত্ব পূর্ণ। কিন্তু বহুক্ষেত্রেই অবহেলার শিকার হয়ে থাকে। কোনো বিষয় থেকে সাময়িক অনুপ্রাণিত হয়ে প্রথমবার স্বাস্থ্য বিমা করানো হল। কিন্তু নির্দিষ্ট সময়ে তার কভারেজ সীমা সমাপ্ত হয়ে যাওয়ার পর পুনর্নবীকরণের বিষয়টি নিয়ে অনেকেই অনিচ্ছা দেখান। বা গুরুত্বই দিতে চান না। কিন্তু প্রথম বারের প্রিমিয়াম থেকে যদি কোনো রকমের চিকিৎসা পরিষেবা না নেওয়ার প্রয়োজনও পড়ে, পরের বার তা লাগবে না, কে গ্যারান্টি দিতে পারে।
কভারেজের পরিমাণ বৃদ্ধি
একটি নির্দিষ্ট পরিমাণ কভারেজ পাওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে কেউ স্বাস্থ্য বিমা করালেন। কিন্তু মাথায় রাখতে হবে, দিনে দিনে কিন্তু সব কিছুরই কিন্তু মূল্য বৃদ্ধি ঘটছে। ফলে চিকিৎসার খরচেরও বৃদ্ধি ঘটে যাচ্ছে সমান তালে। সেই কথা মাথায় রেখেই স্বাস্থ্য বিমা পুনর্নবীকরণের সময় কভারেজের পরিমাণও বাড়াতে হবে। তা তে দেখা যাবে একটা নির্দিষ্ট অঙ্কের বাড়তি টাকা দিতে হচ্ছে।
সময়ের অপেক্ষা
আগে থেকে শরীরে বাসা বাঁধা কোনো রোগের জন্যই কেউ কেউ স্বাস্থ্য বিমা করানোর আগ্রহ দেখান। বছর তিন-চারেক তার কোনো রকম প্রভাব না দেখা গেলেই পলিসি বন্ধ করে দেওয়ার উদাহরণ রয়েছে অজস্র। এই ধরনের চিন্তাভাবনা খুবই নেতিবাচক।
বাংলা বিজ-এ আরও পড়ুন: মানসিক সমস্যায় কি স্বাস্থ্য বিমার সুবিধা পাওয়া যায়?
যত দ্রুত সম্ভব
স্বাস্থ্য বিমা করানোর জন্য কোনো বয়সের বাধ্যবাধকতা নেই। ফলে যত দ্রুত সম্ভব এই বিমার আওতায় চলে আসা বুদ্ধিমানের কাজ। অনেকে আবার ব্যক্তিগত বিমায় আগ্রহ দেখান। কিন্তু প্রিমিয়ামের পরিমাণ সামান্য বেশি হলেও পারিবারিক ভাবে স্বাস্থ্য বিমার আওতায় আসা অনেক বেশি লাভজনক।
আরও পড়ুন: বেড়েই চলেছে দাম, পাল্লা দিয়ে বাড়ছে চাহিদা, আবাসনই কি বিনিয়োগের সেরা পছন্দ?