কম খরচের বিমান পরিষেবা দেওয়া সংস্থা ইন্ডিগো দুর্গাপুর থেকে ভুবনেশ্বর, বাগডোগরা এবং গুয়াহাটির সাথে নতুন রুট ঘোষণা করেছে। এয়ারলাইনের এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ৩০ আগস্ট থেকে এই নতুন ফ্লাইটগুলো চালু হবে।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, দুর্গাপুর-ভুবনেশ্বর রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালিত হবে, দুর্গাপুর-বাগডোগরা রুটে সপ্তাহে চারদিন এবং দুর্গাপুর-গুয়াহাটি রুটে সপ্তাহে তিনদিন ফ্লাইট চলবে।
ইন্ডিগোর গ্লোবাল সেলসের প্রধান বিনয় মালহোত্রা বলেন, “দুর্গাপুর থেকে ভুবনেশ্বর, বাগডোগরা এবং গুয়াহাটি সংযোগকারী নতুন রুটগুলি ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। এই সরাসরি ফ্লাইটগুলির মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের আরও সুবিধাজনক সংযোগ প্রদান করতে চাই।”
আরও পড়ুন। মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারী এবং ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বড়সড় স্বস্তি
নতুন এই রুটগুলি চালু হওয়ার ফলে দুর্গাপুর এবং এর আশেপাশের অঞ্চলের যাত্রীরা আরও সুবিধাজনক এবং দ্রুত ভ্রমণের সুযোগ পাবেন।
এই রুটগুলি ব্যবসায়িক এবং পর্যটন উভয়ের ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। নতুন রুটগুলির সংযোজন দুর্গাপুরকে পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে। এটি স্থানীয় অর্থনীতির উপরও ইতিবাচক প্রভাব ফেলবে, কারণ সহজ ও সাশ্রয়ী যাতায়াত ব্যবসায়িক কার্যক্রম এবং পর্যটনকে উৎসাহিত করবে।