দারুণ সাফল্য টুইটার, টেসলা, স্পেসএক্সের মতো কোম্পানির মালিক ইলন মাস্কের! আবারও বিশ্বের সবচেয়ে ধনী শিল্পপতি হয়েছেন তিনি। ফ্রান্সের বার্নার্ড আর্নল্টকে পিছনে ফেলে এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক।
পরিসংখ্যান বলছে, গত পাঁচ দিনে ইলন মাস্কের সম্পদ দ্রুত বৃদ্ধি পেয়েছে। তাঁর সম্পদ কার্যত রকেটের গতিতে বেড়ে প্রায় ১৫ লক্ষ কোটিতে পৌঁছেছে। টেসলার শেয়ার বেড়ে যাওয়ার কারণেই মাস্কের সম্পদ বেড়েছে।
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী, ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ বেড়ে হয়েছে প্রায় ১৫.৮৫ লক্ষ কোটি টাকা। বার্নার্ড আর্নল্ট দীর্ঘদিন ধরে ফ্রান্স থেকে এক নম্বর স্থান ধরে রেখেছিলেনষ ফ্যাশন গ্রুপ লুই ভিতোঁ মোয়েট হেনেসি-র সিইও বার্নার্ডের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৫.৪৩ লক্ষ কোটি টাকা। তাঁকে সরিয়েই এক নম্বরে উঠে এলেন ইলন মাস্ক।
তৃতীয় স্থানে রয়েছেন অ্যামাজনের মালিক জেফ বেজোস। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস চার নম্বরে এবং ল্যারি এলিসন রয়েছেন পাঁচ নম্বরে।
উল্লেখযোগ্য ভাবে, বিশ্বের ধনীদের এই তালিকায় শীর্ষ দশে কোনো ভারতীয় নেই। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের শীর্ষ দশে একজনও ভারতীয় নেই। এই তালিকায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি৬.৯৯ লক্ষ কোটি টাকা সম্পদ নিয়ে ১৩ নম্বরে আর আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি রয়েছেন ১৯তম স্থানে।
আরও পড়ুন: জুনে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, এখানে দেখে নিন সম্পূর্ণ তালিকা