জুন মাসে, রবিবার, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার-সহ অনেক রাজ্যের ব্যাঙ্কগুলিতে মোট ১২ দিন ছুটি থাকবে। ব্যাঙ্কের বেশ কিছু ছুটি রাজ্যের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। ফলে ব্যাঙ্কে জরুরি কোনো কাজ থাকলে ছুটির তালিকায় আগাম নজর বুলিয়ে রাখাই ভালো।
জুনে ব্যাঙ্ক বন্ধের তালিকা
৪ জুন (রবিবার): সাপ্তাহিক ছুটি
১০ জুন (শনিবার): দ্বিতীয় শনিবার
১১ জুন (রবিবার): সাপ্তাহিক ছুটি
১৫ জুন (বৃহস্পতিবার): ওয়াইএমএ দিন / রাজা সংক্রান্তি – মিজোরাম এবং ওড়িশায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৮ জুন (রবিবার): সাপ্তাহিক ছুটি
২০ জুন (মঙ্গলবার): কাং (রথযাত্রা) / রথযাত্রা- ওড়িশা ও মণিপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৪ জুন (শনিবার): চতুর্থ শনিবার
২৫ জুন (রবিবার): সাপ্তাহিক ছুটি
২৬ জুন (সোমবার): খারচি পুজো, ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৯ জুন (বৃহস্পতিবার): বকরি ঈদ (ঈদ-উল-আধা) মহারাষ্ট্র, সিকিম, কেরল এবং ওড়িশা ছাড়া বাকি প্রায় সব রাজ্যে ব্যাঙ্ক বন্ধ।
৩০ জুন (শুক্রবার): রেমনা নি (ঈদ-উল-জুহা) মিজোরাম এবং ওড়িশায় ব্যাঙ্ক বন্ধ।
উল্লেখ্য, প্রতি মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। কেন্দ্রীয় ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও এই তালিকাটি দেখে নেওয়া যায়। যদি ব্যাঙ্কে গুরুত্বপূর্ণ কাজ থাকে, তা হলে ছুটির আগের দিনই মিটিয়ে নিতে পারেন। তবে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও নেট ব্যাঙ্কিং, এটিএম, ডিজিটাল পেমেন্টের মাধ্যমে আপনার কাজ সেরে নিতে পারেন।
আরও পড়ুন: আইটিআর ফাইলিংয়ের সময়সীমা ৩১ জুলাই, মিস করলে কী হবে?