নির্দিষ্ট একটি মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল পিএনবি

এক অপ্রত্যাশিত পদক্ষেপ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB)। ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, একক মেয়াদে ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটে (FD) সুদের হার কমানো হয়েছে। নতুন এই সুদের হার কার্যকর বৃহস্পতিবার (১ জুন) থেকে।

গত মাসে, নির্দিষ্ট মেয়াদে নির্বাচিত এফডি-তে সুদের হার বাড়ানোর পাশাপাশি নির্দিষ্ট মেয়াদে হার কমানোর পদক্ষেপ নিয়েছিল পিএনবি। সাধারণ নাগরিকদের জন্য, ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে মেয়াদের এফডি-র জন্য ৩.০৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ হারে সুদ দিয়ে থাকে এই ব্যাঙ্ক। ৪৪৪ দিনের মেয়াদে সর্বোচ্চ ৭.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়।

এরই মধ্যে সাধারণ নাগরিকদের জন্য ১ বছরের মেয়াদে এফডি-তে সুদের হার কমানো হয়েছে। ৬.৮০ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৬.৭৫ শতাংশ। অর্থাৎ, ৫ বিপিএস সুদের হার কমানো হয়েছে। স্মরণ করা যেতে পারে, গত মাসে ৬৬৬ দিন মেয়াদের জন্য সুদের হার ৭.২৫ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছিল ৭.০৫ শতাংশ।

পিএনবি এফডি-র সুদের হার

দেশীয়/এনআরও ফিক্সড ডিপোজিট স্কিম
ক্র. নম্বরমেয়াদ১৮ মে থেকে কার্যকর১ জুন থেকে কার্যকর১৮ মে থেকে কার্যকর
(সিনিয়র)
১ জুন থেকে কার্যকর
(সিনিয়র)
১৮ মে থেকে কার্যকর
(সুপার সিনিয়র)
১ জুন থেকে কার্যকর
(সুপার সিনিয়র)
৭-১৪ দিন৩.৫০৩.৫০৪.০০৪.০০৪.৩০৪.৩০
১৫-২৯ দিন৩.৫০৩.৫০৪.০০৪.০০৪.৩০৪.৩০
৩০-৪৫ দিন৩.৫০৩.৫০৪.০০৪.০০৪.৩০৪.৩০
৪৬-৯০ দিন৪.৫০৪.৫০৫.০০৫.০০৫.৩০৫.৩০
৯১-১৭৯ দিন৪.৫০৪.৫০৫.০০৫.০০৫.৩০৫.৩০
১৮০-২৭০ দিন৫.৫০৫.৫০৬.০০৬.০০৬.৩০৬.৩০
২৭১ দিন থেকে ১ বছরের কম৫.৮০৫.৮০৬.৩০৬.৩০৬.৬০৬.৬০
১ বছর৬.৮০৬.৭৫৭.৩০৭.২৫৭.৬০৭.৫৫
১ বছরের বেশি থেকে ৪৪৩ দিন৬.৮০৬.৮০৭.৩০৭.৩০৭.৩০৭.৬০
১০৪৪৪ দিন৭.২৫৭.২৫৭.৭৫৭.৭৫৮.০৫৮.০৫
১১৪৪৫ থেকে ৬৬৫ দিন৬.৮০৬.৮০৭.৩০৭.৩০৭.৬০৭.৬০
১২৬৬৬ দিন৭.০৫৭.০৫৭.৫৫৭.৫৫৭.৮৫৭.৮৫
১৩৬৬৭ দিন থেকে ২ বছর৬.৮০৬.৮০৭.৩০৭.৩০৭.৬০৭.৬০
১৪২ বছরের বেশি থেকে ৩ বছর পর্যন্ত৭.০০৭.০০৭.৫০৭.৫০৭.৮০৭.৮০
১৫৩ বছরের বেশি থেকে ৫ বছর পর্যন্ত৬.৫০৬.৫০৭.০০৭.০০৭.৩০৭.৩০
১৬৫ বছরের বেশি থেকে ১০ বছর পর্যন্ত৬.৫০৬.৫০৭.৩০৭.৩০৭.৩০৭.৩০
তথ্য: পিএনবি ওয়েবসাইট

আরও পড়ুন: জুনে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, এখানে দেখে নিন সম্পূর্ণ তালিকা


Discover more from banglabiz

Subscribe to get the latest posts sent to your email.

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from banglabiz

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading