টুইটারে আবারও নতুন নিয়ম। ব্যবহারকারীদের উপর নতুন সিদ্ধান্ত চাপিয়ে দিলেন টুইটার (twitter) কর্ণধার ইলন মাস্ক (Elon Musk)।
এখন থেকে কেউ টুইট দেখতে চাইলে প্রথমে তাঁকে টুইটারে লগ-ইন করতে হবে। টুইটারের ওয়েব সংস্করণের অধীনে, ব্যবহারকারীরা আর লগ-ইন ছাড়া টুইট দেখতে পারবেন না। টুইট দেখতে গেলেই সমস্ত ব্যবহারকারীকে সরাসরি সাইন আপ পেজে নিয়ে যাওয়া হচ্ছে।
তবে এই নতুন নিয়ম সম্পর্কে জানানো হয়েছে, এটি একটি অস্থায়ী জরুরি ব্যবস্থা অর্থাৎ অস্থায়ী জরুরি নিয়ম। ভবিষ্যতে হয়তো এই নিয়ম আর না-ও থাকতে পারে।
টুইটারের মালিক ইলন মাস্ক বলেছেন, টুইটারের পরিষেবার মাধ্যমে তথ্য চুরি হয়ে যাচ্ছে। এটি এতটাই মারাত্মক আকার নিচ্ছিল যে সাধারণ ব্যবহারকারীদের জন্য অস্বস্তিকর হয়ে উঠছে টুইটারের পরিষেবা। বিশেষ করে, OpenEye এবং ChatGPT-এর মতো প্ল্যাটফর্মের প্রতি, এগুলো নিয়ে ইতিমধ্যেই বিরক্তি প্রকাশ করেছেন মাস্ক।
শুক্রবার থেকে এই নিয়ম পরিবর্তন করেছে টুইটার। এখন থেকে লগ-ইন ছাড়া ব্যবহারকারীদের টুইটারে ঢুকতে দেওয়া হচ্ছে না। কার্যকলাপ দেখার জন্য লগইন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও, টুইটার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের জন্য তৃতীয় পক্ষের অ্যাপ এবং গবেষকদের কাছ থেকে চার্জ নেওয়াও শুরু হয়েছে।
তবে, ইলন মাস্ক আরও বলেছেন যে তৃতীয় পক্ষের তথ্য হাতানোর সমস্যা মোকাবিলায় টুইটার এই পদক্ষেপ নিয়েছে। টুইটের মাধ্যমে অতিরিক্ত ডেটা স্ক্র্যাপিংয়ের প্রভাব টুইটারের নিয়মিত ব্যবহারকারীদের উপর নেতিবাচক প্রভাব ফেলছিল। সেটা দূর করার জন্য এই সাময়িক পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল বলে জানিয়েছে সংস্থা।
উল্লেখযোগ্য ভাবে, টুইটারে অ্যাকাউন্ট না থাকলেও অন্যের টুইট দেখার সুযোগ মিলত এতদিন। কিন্তু নতুন নিয়মে অ্যাকাউন্ট না থাকলে অন্য কারও প্রোফাইল দেখার জন্য তাঁকেও প্রথমে টুইটারে লগ-ইন করতে হবে।
আরও পড়ুন: বিশ্বব্যাপী ডিজিটাল পেমেন্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত, বলছে কেন্দ্রের রিপোর্ট