দ্রুতগতিতে বেড়েছে ডিজিটাল লেনদেন। ২০২২ সালে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে বিশ্বব্যাপী র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ভারত। শনিবার সরকারি প্ল্যাটফর্ম MyGovIndia-তে এই তথ্য দেখানো হয়েছে।
তথ্য অনুসারে, ২০২২ সালে ডিজিটাল লেনদেনের সংখ্যা ৮.৯৫ কোটি। যা সারা পৃথিবীতে ওই এক বছরে হওয়া মোট ডিজিটাল লেনদেনের প্রায় ৪৬ শতাংশ। উল্লেখযোগ্য ভাবে, শীর্ষ তালিকার পরের চারটি স্থানে থাকা চারটি দেশের মোট লেনদেনের সংখ্যার চেয়ে বেশি হয়েছে ভারতে।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বিশেষজ্ঞদের মন্তব্য উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, লেনদেনের মূল্য এবং সংখ্যা- উভয় দিক থেকেই ডিজিটাল পেমেন্টে নতুন মাইলফলক অতিক্রম করেছে ভারত। যা ভারতের পেমেন্ট ইকোসিস্টেমের দৃঢ়তার পাশাপাশি ডিজিটালে দেশের আগ্রহকেও স্পষ্ট করছে।
এই কৃতিত্বকে সামনে রেখে MyGovIndia-র টুইটারে লেখা হয়েছে, “ভারত ডিজিটাল পেমেন্ট ল্যান্ডস্কেপে আধিপত্য বজায় রেখে চলেছে! উদ্ভাবনী সমাধান এবং ব্যাপক গ্রহণের মাধ্যমে, আমরা একটি নগদহীন অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছি।”
ওই টুইটেই বলা হয়েছে, ভারতের পর দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল (২.৯২ কোটি) এবং তৃতীয় স্থানে চিন (১.৭৬ কোটি)। এ ছাড়াও চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে থাইল্যান্ড) ১.৬৫ কোটি) এবং সাউথ কোরিয়া (৮০ লক্ষ)।
আরও পড়ুন: সস্তায় গৃহঋণ দিচ্ছে এই ১০টি ব্যাঙ্ক, দেখুন তালিকায়