সস্তায় গৃহঋণ দিচ্ছে এই ১০টি ব্যাঙ্ক, দেখুন তালিকায়

home loan2

বিভিন্ন ব্যাঙ্কে গৃহঋণ বা হোম লোনের (Home loan) সুদের হার পরিবর্তিত হতে পারে। বহুবিধ কারণের উপর নির্ভর করে সুদের হার আলাদা হতে পারে। সামান্যমাত্র সুদের হেরফেরও আপনার ঋণের উপর বড়ো প্রভাব ফেলতে পারে। ফলে ঋণ নেওয়ার সময় বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার যাচাই করে নেওয়া ভালো।

১০টি ব্যাঙ্কে গৃহঋণে সুদের হার

ব্যাঙ্কের নামআরএলএলআরন্যূনতম সুদের হার (%)সর্বোচ্চ সুদের হার (%)
ইন্ডিয়ান ব্যাঙ্ক৯.২০৮.৪৫৯.১
এইচডিএফসি ব্যাঙ্ক৮.৪৫৯.৮৫
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক৮.৫৯.৭৫
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক৯.২৫৮.৬৯.৪৫
ব্যাঙ্ক অব মহারাষ্ট্র৯.৩০৮.৬১০.৩০
ব্যাঙ্ক অব বরোদা৯.১৫৮.৬১০.৫০
ব্যাঙ্ক অব ইন্ডিয়া৯.২৫৮.৬৫১০.৬০
কর্নাটক ব্যাঙ্ক৮.৭৫১০.৪৩
ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া৯.৩০৮.৭৫১০.৫০
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক৮.৮৫৯.৩৫
[তথ্যসূত্র: ইকনোমিকস টাইমস]

গৃহঋণ নেওয়ার আগে জেনে রাখা ভালো, ২০১০ সালে বেস লেন্ডিং রেট (BLR) সিস্টেম প্রয়োগ করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। পরবর্তীতে ২০১৬ সালে ফান্ড-ভিত্তিক ঋণের হার (MCLR) স্কিমের প্রান্তিক খরচে রূপান্তরিত হয়েছিল। এর পর ২০১৯ সাল থেকে রেপো লিঙ্কড লেন্ডিং রেট (RLLR) কার্যকর করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

আরএলএলআর-এর ক্ষেত্রে আরবিআই-এর ঘোষিত রেপো রেটের উপর নির্ভর করে সুদের হার পরিবর্তিত হয়। এ ছাড়া ঋণের পরিমাণ, ক্রেডিট স্কোরের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে সুদের হার।

[আরও পড়ুন: ফের রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই, এ বার কি সুদের হার কমবে?]

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.