প্রায় ২ ঘণ্টার, অর্থাৎ ৮ জিবি পর্যন্ত ভিডিও আপলোড করার নয়া ফিচার জুড়েছে টুইটার। বৃহস্পতিবার টুইটার কর্ণধার ইলন মাস্ক ঘোষণা করেন, ব্লু ভেরিফায়েড গ্রাহকরা এই সুবিধা নিতে পারেন।
টুইটারে মাস্ক লেখেন, “টুইটার ব্লু ভেরিফাইড গ্রাহকরা এখন ২ ঘণ্টার ভিডিও (৮ জিবি) আপলোড করতে পারবেন!” তাঁর এই টুইটের পর অনেক ব্যবহারকারী ফিডটিতে মন্তব্য করেছেন। কেউ কেউ এই পদক্ষেপের প্রশংসা করেছেন , আবার অনেকেই সমালোচনাও করতে ছাড়েননি।
কারও মতে, ফিনান্স এবং টেকনলিজতে এটা দারুণ ভূমিকা নিতে পারে। তাতে ইউটিউবের উপর নির্ভরতা কমতে পারে বলেও মন্তব্য করেছেন এক ব্যবহার। এক জন আবার কটাক্ষ করে লেখেন, ‘বিয়ের ভিডিও’! অন্য একজনের মতে, এখন নতুন নেটফ্লিক্স হয়ে গেল টুইটার।
এনক্রিপ্ট করা মেসেজিং-সহ প্ল্যাটফর্মে নতুন ফিচার আনার পরিকল্পনা প্রকাশ করেছিলেন মাস্ক। আর তার পরই ভিডিও আপলোড করার এই নতুন ফিচারের ঘোষণা করলেন তিনি।
গত সপ্তাহের শুরুতে, মাস্ক একটি টুইটে লেখেন, “এই প্ল্যাটফর্মে নিজের হ্যান্ডেল থেকে যে কারো সঙ্গে ভয়েস এবং ভিডিও চ্যাট করার একটি ফিচার শীঘ্রই আসছে। এতে আপনি কাউকে নিজের ফোন নম্বর না দিয়েই বিশ্বের যে কোনো জায়গায় কথা বলতে পারেন।”
আরও পড়ুন: SBI কার্ডের ২৫ বছর! বড়ো ব্র্যান্ডগুলিতে আকর্ষণীয় অফার