নতুন একটি মাইলফলক অতিক্রম করেছে এসবিআই কার্ড (SBI Card)। চালু হওয়ার পর থেকে ২৫ বছর অতিক্রান্ত। এ দেশে আর্থিক লেনদেনের এক যুগান্তকারী ভোলবদলের সূচনায় ১৯৯৮ সালে ক্রেডিট কার্ড শিল্পে প্রবেশ করেছিল এসবিআই কার্ড।
উল্লেখযোগ্য ভাবে, চালু হওয়ার চার বছরের মাথায়, ২০০২ সালে সংস্থার সক্রিয় কার্ডের সংখ্যা অতিক্রম করেছিল ১০ লক্ষের মাইলফলক। ইএমভি চিপ-ভিত্তিক কার্ড এবং ‘এসবিআই কার্ড পে’ থেকে কার্ড ইস্যু করার সম্পূর্ণ ডিজিটাল সিস্টেমে, কোম্পানির গ্রাহক-কেন্দ্রিক পদ্ধতি নিশ্চিত করেছে যে তারা সময়ের সঙ্গেই কার্ডধারীদের আরও উন্নত পরিষেবা দিতে সক্ষম।
এসবিআই কার্ড নিজের গ্রাহকদের বিভিন্ন চাহিদা মেটানোর জন্য ৬০টিরও বেশি ক্রেডিট কার্ড অফার করে। ২০২৩ সালের মার্চ নাগাদ এসবিআই কার্ডের সক্রিয় ক্রেডিট কার্ডের সংখ্যা ১ কোটি ৬০ লক্ষেরও বেশি হবে বলে আশা করা হচ্ছে। নেপথ্যে ক্রমবর্ধমান বাজার, গ্রাহকদের আচরণ পরিবর্তন, ক্রয় ক্ষমতা বৃদ্ধি এবং শক্তিশালী ব্র্যান্ড ইমেজ।
নিজের চমকপ্রদ এই যাত্রাপথ অতিক্রমের জন্য গ্রাহকদের আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছে এসবিআই কার্ড। ২৫ বছর পূর্তি উদযাপনে তাঁদের জন্য ভ্রমণ, বিনোদন, গয়না, ফ্যাশন, ইলেকট্রনিক্স ইত্যাদির মতো বিভাগগুলিতে প্রচুর অফার নিয়ে এসেছে সংস্থা।
যেমন’এলজি’ এবং ‘স্যামসাং’-এর পণ্যগুলিতে আকর্ষণীয় অফার নিয়ে এসেছে এসবিআই কার্ড। এই দুই ব্র্যান্ডের গ্যাজেটে ২৬ শতাংশ পর্যন্ত তাৎক্ষণিক ছাড় এবং এবং ২৭.৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক৷ এই অফারগুলি ১ মে থেকে ৩০ জুন পর্যন্ত পাওয়া যাবে।
আবার, আপনি যদি ফ্যাশনের জগতে আগ্রহী হন এবং নতুন জামাকাপড় কেনার কথা ভাবেন, তাহলে এসবিআই কার্ড আপনাকে ‘অ্যাজিও’ এবং ‘মায়েন্ত্রা’-এর মতো প্ল্যাটফর্মে ১০ শতাংশ তাৎক্ষণিক ছাড় দিচ্ছে। এই অফারটি ১৫ মে থেকে আগামী ২১ মে পর্যন্ত পাওয়া যাবে।
আরও বিশদ তথ্য পেতে এখানে ক্লিক করুন: https://sbicard.com/25years