ফিক্সড ডিপোজিটের (FD) সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এই সুদের হার ২ কোটি টাকার কম এফডি-তে প্রযোজ্য। নতুন হার আজ (২৭ ডিসেম্বর ২০২৩) থেকে কার্যকর।
এসবিআই জানিয়েছে, এক বছর থেকে ২ বছরের কম, ২ বছর থেকে ৩ বছরের কম এবং ৫ বছর থেকে ১০ বছর ছাড়া সমস্ত মেয়াদের এফডি-তে সুদের হার বাড়ানো হয়েছে।
এক নজরে এসবিআই এফডি সুদের হার
৭ দিন থেকে ৪৫ দিন- ৩.৫০ শতাংশ
৪৬ দিন থেকে ১৭৯ দিন- ৪.৭৫ শতাংশ
১৮০ দিন থেকে ২১০ দিন- ৫.৭৫ শতাংশ
২১১ দিন থেকে ১ বছরের কম- ৬ শতাংশ
১ বছর থেকে ২ বছরের কম- ৬.৮০ শতাংশ
২ বছর থেকে ৩ বছরের কম- ৭.০০ শতাংশ
৩ বছর থেকে ৫ বছরের কম- ৬.৭৫ শতাংশ
৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত- ৬.৫০ শতাংশ
প্রবীণ নাগরিকদের জন্য এসবিআই এফডি সুদের হার
৭ দিন থেকে ৪৫ দিন- ৪ শতাংশ
৪৬ দিন থেকে ১৭৯ দিন- ৫.২৫ শতাংশ
১৮০ দিন থেকে ২১০ দিন- ৬.২৫ শতাংশ
২১১ দিন থেকে ১ বছরের কম- ৬.৫ শতাংশ
১ বছর থেকে ২ বছরের কম- ৭.৩০ শতাংশ
২ বছর থেকে ৩ বছরের কম- ৭.৫০ শতাংশ
৩ বছর থেকে ৫ বছরের কম- ৭.২৫ শতাংশ
৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত- ৭.৫০ শতাংশ
আরও পড়ুন: দেশের সবচেয়ে বড় বিনোদন সংস্থার আবির্ভাব! মুকেশ অম্বানির রিলায়েন্সের সঙ্গে গাঁটছড়া বাঁধছে ডিজনি