ব্যাঙ্কে পড়ে রয়েছে টাকা। সেভিংস অথবা কারেন্ট অ্য়াকাউন্ট। থাকতে পারে ফিক্সড ডিপোজিট অথবা রেকারিং ডিপোজিটের মতো মেয়াদী আমানতেও। কিন্তু পদ্ধতি মেনে সেই টাকাকে “দাবিহীন আমানত” ঘোষণা করেছে ব্যাঙ্ক। কী করবেন?
“দাবিহীন আমানত” কী
শেষ ১০ বছর ধরে যেসব সেভিংস/কারেন্ট অ্যাকাউন্টে কোনো লেনদেন হয়নি, অথবা মেয়াদপূর্তির তারিখ থেকে ১০ বছরের মধ্যে দাবি করা হয়নি এমন মেয়াদি আমানতগুলিকে “আনক্লেমড ডিপোজিট” বা দাবিহীন আমানত হিসাবে চিহ্নিত করা হয়।
কী ভাবে “দাবিহীন আমানত” দাবি করবেন
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)-এর বিধি অনুসারে প্রতিটি ব্যাঙ্ককে নিজের ওয়েবসাইটে দাবি না করা অ্যাকাউন্টগুলির বিশদ বিবরণ দেখাতে হয়। ওয়েবসাইটে বিশদ বিবরণ পরীক্ষা করার পরে, গ্রাহকরা একটি যথাযথ ভাবে পূরণ করা আবেদনপত্র এবং জমার রসিদ-সহ ব্যাঙ্ক শাখায় যেতে পারেন। এ ধরনের আবেদন জানানোর জন্য আবেদনকারীকে অবশ্যই কেওয়াইসি (KYC) নথি সঙ্গে রাখতে হবে।
এসবিআই গ্রাহকরা “দাবিহীন আমানত” কী ভাবে দাবি করবেন?
প্রয়োজনীয় সব কেওয়াইসি নথি নিয়ে এসবিআই (SBI)-এর শাখায় যেতে পারেন আবেদনকারী। গ্রাহকের করা পৃথক দাবি, আইনি উত্তরাধিকারী/নমিনির দাবি এবং প্রতিষ্ঠানের পক্ষে যথাযথ পদ্ধতি মেনে দাবির নিষ্পত্তি করে থাকে ব্যাঙ্ক।
গ্রাহক যদি অ্যাকাউন্টে সক্রিয় করতে এবং আগের মতোই চালিয়ে যেতে চান, তা হলে এর জন্য তাঁকে আবেদন জানাতে হবে। গ্রাহকের কাছ থেকে নির্দিষ্ট আবেদন পাওয়ার পর যথাযথ কেওয়াইসি পেয়ে অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় করে এসবিআই। আবার গ্রাহক যদি ওই অ্যাকাউন্ট বন্ধ করে সমস্ত টাকা তুলে নিতে চান, তার জন্যও ব্য়াঙ্কের শাখায় নির্দিষ্ট আবেদন জানানো যায়।
আরও পড়ুন: বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা আবারও বাড়ল! জানুন কত দিন পর্যন্ত এই সুবিধা মিলবে