ভারতীয় শেয়ার বাজারে ঝড় অব্যাহত। প্রতিদিনই নতুন রেকর্ড উচ্চতা ছুঁয়ে ফেলছে মূল সূচকগুলি। শুক্রবার সকালে সেনসেক্স এবং নিফটি সর্বকালীন সর্বোচ্চ উচ্চতা পৌঁছে গিয়েছে। ব্যাঙ্ক নিফটিও একটি নতুন ঐতিহাসিক স্তরে। মিডক্যাপ ও স্মলক্যাপের ঊর্ধ্বমুখী প্রবণতা সমানে অব্যাহত।
এমনিতে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার স্থিতিশীল রাখার সিদ্ধান্তের কারণে বুধবার মার্কিন বাজার রেকর্ড বৃদ্ধি পেয়েছিল। বৃহস্পতিবার এর প্রভাব ভারতীয় স্টক মার্কেটগুলিতেও দেখা যায়। সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই একের পর এক ধাপ অতিক্রম করছে ভারতীয় শেয়ার বাজার। শুক্রবারেও বেশির ভাগ স্টকেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছে।
এ দিন শেয়ার বাজার খোলার সময়, বিএসই সেনসেক্স ২৯০ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে ৭০৮০৪-এ খোলে। যেখানে এনএসই নিফটি ১০৫ পয়েন্ট বৃদ্ধি সঙ্গী করে বাজারে মুখ দেখায়। কেনাবেচার একটি সময় যাবতীয় রেকর্ড ভেঙে সেনসেক্স পৌঁছে যায় ৭১০০৮-এ। অন্য দিকে, নিফটি গিয়ে ঠেকে ২১,৩৫৫-তে। যা শেয়ার বাজারের ইতিহাসে এক-একটি মাইলস্টোন।
নিফটির ৫০টি স্টকের মধ্যে ৪০টিতে আপট্রেন্ড দেখা যায়। মাত্র ১০টি শেয়ারে দরপতনের প্রবণতা। নিফটির শীর্ষ লাভকারীদের মধ্যে, ইনফোসিস ২.২৯ শতাংশ, হিন্দালকো ২.১৯ শতাংশ এবং জেএসডব্লিউ স্টিল ১.৯৪ শতাংশেরও উপরে কেনাবেচা করে। ইউনাইটেড ফসফরাস ১.৯২ শতাংশ এবং টাটা স্টিলে ১.৫৫ শতাংশ বৃদ্ধি দেখা যায়.
ব্যাঙ্ক নিফটি খোলার সময়েও একটি রেকর্ড উচ্চ দেখা গিয়েছিল এবং এটি ৪৭৯৮৭-র স্তরে পৌঁছে গিয়েছিল। পরে তা কিছুটা নেমে যায়। খোলার সময়, ব্যাঙ্ক নিফটির ১২টি স্টকই সবুজে ছিল। তবে বাজার খোলার আধঘণ্টা পর ১২টি শেয়ারের মধ্যে ৮টির দাম বেড়েছে এবং ৪টি শেয়ারের দাম পড়ে যায়। এখন দেখার সপ্তাহের শেষ কেনাবেচার দিনে বাজার কোথায় গিয়ে দাঁড়ায়!
আরও পড়ুন: শেয়ার বাজারে বিস্ফোরণ! লক্ষ্মীবারে ৭০ হাজারের উপরে সেনসেক্স, ঐতিহাসিক উচ্চতায় নিফটি
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.