ভারতে ৩৬ লক্ষ অ্যাকাউন্ট ব্লক করেছে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ (whatsapp)। জালিয়াতি প্রতিরোধেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় টেলিকমমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। টেলিকম বিভাগের সঞ্চার সাথী ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ্যে আনেন কেন্দ্রীয় মন্ত্রী।
হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে প্রতারণার ঘটনা নতুন নয়। এ ধরনের ঘটনা প্রতিরোধে কেন্দ্র কী পদক্ষেপ নিচ্ছে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রতারণামূলক কাজকর্মে জড়িত যে কোনো মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত পরিষেবাগুলি বন্ধ করতে সম্মত হয়েছে মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ।
বৈষ্ণব বলেন, “আমরা হোয়াটসঅ্যাপের সঙ্গে সক্রিয় ভাবে যোগাযোগ রেখে চলছি। তারাও জানিয়েছে, গ্রাহকের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়”।
তিনি আরও বলেন, জালিয়াতির ঘটনায় জড়িত থাকার কারণে ৩৬ লক্ষ মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে সেগুলির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও ব্লক করা হয়েছে। হোয়াটসঅ্যাপের তরফেও জানানো হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মেশিন লার্নিং ব্যবহার করে জাল কলের সংখ্যা হ্রাস করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য মিলছে।
ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা গত কয়েক দিন ধরে আন্তর্জাতিক স্প্যাম কল পাচ্ছেন অত্যধিক হারে। এ ধরনের ঘটনা বৃদ্ধির প্রেক্ষিতে মন্ত্রীর মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
জানা গিয়েছে, অনেক ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইন্দোনেশিয়া (+৬২), ভিয়েতনাম (+৮৪), মালয়েশিয়া (+৬০), কেনিয়া (+২৫৪) এবং ইথিওপিয়া (+২৫)-র মতো দেশের অন্তর্গত জায়গার কোড-সহ স্প্যাম কল পাওয়ার অভিযোগ করেছেন।
আরও পড়ুন: হারিয়ে যাওয়া মোবাইল ফোন কী ভাবে ট্র্যাক এবং ব্লক করবেন, জানুন সহজ পদ্ধতি
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.