“অপব্যবহার প্রতিরোধে” বড়োসড়ো পদক্ষেপ সোশ্যাল মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের। সংস্থা জানাল, ফেব্রুয়ারি মাসে দেশে ৪৫ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে তারা।
জানুয়ারি মাসে দেশে ২৯ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল হোয়াটসঅ্যাপ। ফেব্রুয়ারিতে বন্ধ করা অ্যাকাউন্টের সংখ্যা আগের মাসের থেকে অনেকটাই বেশি। রিপোর্ট অনুসারে, গত বছরের ডিসেম্বরে ৩৬ লক্ষ অ্যাকাউন্ট এবং নভেম্বরে ৩৭ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল হোয়াটসঅ্যাপ।
শনিবার প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, “২০২৩ সালের ১ ফেব্রুয়ারি ২৮ ফেব্রুয়ারির মধ্যে, ৪৫ লক্ষ ৯৭ হাজার ৪০০টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল। এর মধ্যে ব্যবহারকারীদের কাছ থেকে কোনো রিপোর্টের আগেই এই প্রায় ১২ লক্ষ অ্যাকাউন্ট সক্রিয় ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল”।
সংস্থা জানিয়েছে, এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড মেসেজিং পরিষেবাগুলির মধ্যে হোয়াটসঅ্যাপ অপব্যবহার প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে। এই মেসেজিং প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের সুরক্ষিত রাখার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে। বিজ্ঞানী এবং বিশেষজ্ঞরা নিরবচ্ছিন্ন ভাবে দায়িত্ব পালন করছেন।
আইটি বিধি ২০২১ অনুসারে, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের জন্য হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট সম্পর্কিত রিপোর্ট প্রকাশ করা হয়েছে। ব্যবহারকারীর কাছ থেকে প্রাপ্ত অভিযোগ এবং হোয়াটসঅ্যাপের নেওয়া সংশ্লিষ্ট পদক্ষেপের বিবরণ রয়েছে ওই রিপোর্টে। প্ল্যাটফর্মে অপব্যবহার রুখতে হোয়াটসঅ্যাপের নিজস্ব প্রতিরোধমূলক ব্যবস্থা রয়েছে । ফেব্রুয়ারিতে ২ হাজার ৮০৪টি অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট পেয়েছে সংস্থা। এর মধ্যে ৫০৪টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: এ বার পোস্ট অফিসে টাকা রাখতেও বাধ্যতামূলক প্যান ও আধার