পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পে নয়া নিয়ম। নতুন আর্থিক বছরের প্রথম দিন, ১ এপ্রিল থেকেই চালু হয়ে যাচ্ছে এই নিয়ম। প্যান কার্ড (PAN Card) এবং আধার কার্ড (Adhaar Card) ছাড়া আর পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পেও টাকা রাখা যাবে না। শুক্রবার রাতে জারি করা বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে অর্থমন্ত্রক।
এতদিনের নিয়ম অনুযায়ী, পোস্ট অফিসের বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করলে আধার কার্ড বা প্যান কার্ড না দেখালেও চলত। তার পরিবর্তে বিদ্যুতের বিল অথবা টেলিফোনের বিলের মতো কোনো বৈধ নথি দিলেও হতো। বিজ্ঞপ্তিতে মন্ত্রক জানিয়েছে, প্রভিডেন্ট ফান্ড, প্রবীণ নাগরিকদের সঞ্চয় প্রকল্প, সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো প্রকল্পে টাকা রাখতে হলে এ বার থেকে প্রত্যেক গ্রাহককে আধার (Aadhaar) এবং প্যান (PAN) জমা করতে হবে। নতুন অ্যাকাউন্ট খোলার সময় যদি কারও কাছে আধার নম্বর না থাকে, তা হলে অন্তত আধার কার্ড নথিভুক্তিকরণ স্লিপ লাগবে।
জমা না করলে কী হবে
নতুন নিয়ম অনুযায়ী পোস্ট অফিসে স্বল্প প্রকল্প বিনিয়োগের সময় প্যান কার্ড, আধার কার্ড কিংবা আধার কার্ডের নথিভুক্তিকরণ স্লিপ এবং পাসপোর্ট সাইজ ফোটো বাধ্যতামূলক করল মন্ত্রক। অ্যাকাউন্ট খোলার ছ’মাসের মধ্যে আধার নম্বর জমা না দিলে ওই প্রকল্প বন্ধ করে দেওয়া হবে।
ছ’মাসের মধ্যে আবেদনকারী যদি আধার নম্বর জমা না করেন, তা হলে পোস্ট অফিসের প্রকল্পে করা বিনিয়োগ ফ্রিজ করা হবে। যদিও, আধার নম্বরটি জমা করার পরই নির্দিষ্ট প্রক্রিয়া মেনে সেটা পুনরায় চালু করাও সম্ভব।
এ ছাড়াও জারি করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে অ্যাকাউন্ট খোলার সময় প্যান বা ফর্ম-৬০ জমা দিতে হবে। যদি কোনো অ্যাকাউন্ট খোলার সময় প্যান জমা না দেওয়া হয়, তা হলে তিনটি পরিস্থিতিতে দু’মাসের মধ্যে অবশ্যই জমা দিতে হবে, যেগুলি হল- ১) অ্যাকাউন্টের ব্যালেন্স ৫০ হাজার টাকা ছাড়িয়ে গেলে। ২) যেকোনো আর্থিক বছরে অ্যাকাউন্টে জমা পড়া টাকার পরিমাণ এক লক্ষের বেশি এবং ৩) এক মাসে অ্যাকাউন্ট থেকে তোলা এবং স্থানান্তরের পরিমাণ ১০ হাজার টাকার বেশি হলে।
আরও পড়ুন: এপ্রিলে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, এখানে দেখে নিন সম্পূর্ণ তালিকা