ডেবট মিউচুয়াল ফান্ড থেকে লাভের উপর আয়করের নিয়ম বদল

mutual funds

শনিবার (১ এপ্রিল) থেকে শুরু হয়ে গেল নতুন আর্থিক বছর। আগের দিনই লোকসভায় পাস হয়েছে অর্থ বিল ২০২৩ (Finance Bill 2023)। যাতে ৪৫টিরও বেশি সংশোধনী অনুমোদিত হয়েছে। পরিবর্তিত নিয়মানুযায়ী, বদল হয়েছে ডেবট মিউচুয়াল ফান্ড (debt mutual fund) থেকে মূলধন লাভের উপর করের ধরন। এটা এ বার স্বল্পমেয়াদী মূলধন লাভ (short-term capital gain) হিসাবে বিবেচিত হবে।

আজ থেকে ডেবট মিউচুয়াল ফান্ডে দীর্ঘমেয়াদী মূলধন লাভের গণনা করার ক্ষেত্রে সূচকের কোনো সুবিধা থাকবে না। ইক্যুইটি শেয়ারে ৩৫ শতাংশের বেশি বিনিয়োগ না করা ডেবট ফান্ডের উপর কর দিতে হবে। সেটা আয়কর স্ল্যাবে পড়বে এবং স্বল্পমেয়াদী মূলধন লাভ হিসাবে বিবেচিত হবে। ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটেও এই ভাবেই কর দিতে হয়।

এত দিন পর্যন্ত, তিন বছরের বেশি সময় ধরে রাখা ডেবট মিউচুয়াল ফান্ডগুলি দীর্ঘমেয়াদী বিনিয়োগ (long-term investment) হিসাবে বিবেচিত হতো। সূচীকরণ সুবিধা-সহ ২০ শতাংশ হারে বা সূচক ছাড়াই ১০ শতাংশ হারে কর দিতে হতো। তবে, তিন বছরের কম মেয়াদের জন্য, ট্যাক্স স্ল্যাব অনুযায়ী কর দেওয়া যেত।

প্রসঙ্গত, লোকসভায় পাস হওয়ার পর অর্থ বিলের সংশোধনী পাঠানো হবে রাজ্যসভায়। এটা সোনা, আন্তর্জাতিক ইক্যুইটি এবং এমনকী ঘরোয়া ইকুইটি ফান্ড অব ফান্ডস (FoFs)-এর জন্যও প্রযোজ্য। সংশোধনীগুলি ১ এপ্রিল থেকেই প্রযোজ্য হবে

বলে রাখা ভালো, ইক্যুইটি শেয়ার এবং ইক্যুইটি মিউচুয়াল ফান্ডের ট্যাক্সে কোনো পরিবর্তন করেনি কেন্দ্র। যদি একটি আর্থিক বছরে দীর্ঘমেয়াদি মূলধন লাভ ১ লক্ষ টাকার বেশি হয়, তা হলে সেগুলির উপর সূচীকরণ সুবিধা ছাড়াই ১০ শতাংশ কর অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ১ এপ্রিল থেকে আয়করে ব্যাপক পরিবর্তন, জানুন এখানে

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.