৩১ মার্চ শেষ ২০২২-২৩ আর্থিক বছর। পর দিন, ১ এপ্রিল শুরু নতুন অর্থবর্ষ। এই গুরুত্বপূর্ণ মাসে উৎসব-অনুষ্ঠানের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে বেশ কয়েকদিন। ছুটির দিনগুলি আগাম জানা থাকলে ব্যাঙ্কের কাজ সেরে ফেলা যাবে সময়মতো।
কবে কোথায় ব্যাঙ্ক বন্ধ
১ এপ্রিল, ২০২৩ (শনিবার): ওড়িশা দিবস, শুধুমাত্র ওড়িশায় ব্যাঙ্ক বন্ধ
২ এপ্রিল, ২০২৩ (রবিবার): সাপ্তাহিক ছুটি, সারা দেশে
৪ এপ্রিল, ২০২৩ (মঙ্গলবার): মহাবীর জয়ন্তী, সারা দেশে
৫ এপ্রিল, ২০২৩ (বুধবার): বাবা জগজীবন রাম জয়ন্তী, তেলঙ্গনা, অন্ধ্রপ্রদেশে ব্যাঙ্ক বন্ধ
৬ এপ্রিল, ২০২৩ (বৃহস্পতিবার): মন্ডি থার্সডে, বেশ কিছু রাজ্যে
৭ এপ্রিল, ২০২৩ (শুক্রবার): গুড ফ্রাইডে, শব-ই-বরাত, সারা দেশে
৮ এপ্রিল, ২০২৩ (শনিবার): দ্বিতীয় শনিবার
৯ এপ্রিল, ২০২৩ (রবিবার): সাপ্তাহিক ছুটি, সারা দেশে
১৩-১৫ এপ্রিল, ২০২৩ (বৃহস্পতিবার থেকে শনিবার): বিজু, ত্রিপুরা
১৪ এপ্রিল, ২০২৩ (শুক্রবার): বৈশাখী, বিষু, মেসাদি, তামিল নববর্ষ, ড. আম্বেডকর জয়ন্তী। পঞ্জাব, হরিয়ানা, কেরল, তামিলনাড়ু ও দিল্লিতে ব্যাঙ্ক বন্ধ
১৫ এপ্রিল, ২০২৩ (শনিবার): বৈশাখাদি, বোহাগ বিহু, বাংলা নববর্ষ ও হিমাচল দিবস। ব্যাঙ্ক বন্ধ পশ্চিমবঙ্গ, অসম এবং হিমাচলপ্রদেশে
১৬ এপ্রিল, ২০২৩ (রবিবার): সাপ্তাহিক ছুটি, সারা দেশে
২১ এপ্রিল, ২০২৩ (শুক্রবার): জামাত-উল-বিদা, গড়িয়া পূজা, হায়দরাবাদ এবং ত্রিপুরা
২২ এপ্রিল, ২০২৩ (শনিবার): চতুর্থ শনিবার, সারা দেশে
২৩ এপ্রিল, ২০২৩ (রবিবার): সাপ্তাহিক ছুটি, সারা দেশে
৩০ এপ্রিল, ২০২৩ (রবিবার): সাপ্তাহিক ছুটি, সারা দেশে
উল্লেখ্য, প্রতি মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। কেন্দ্রীয় ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও এই তালিকাটি দেখে নেওয়া যায়। যদি ব্যাঙ্কে গুরুত্বপূর্ণ কাজ থাকে, তা হলে ছুটির আগের দিনই মিটিয়ে নিতে পারেন। তবে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও নেট ব্যাঙ্কিং, এটিএম, ডিজিটাল পেমেন্টের মাধ্যমে আপনার কাজ সেরে নিতে পারেন।
আরও পড়ুন: ১ এপ্রিল থেকে আয়করে ব্যাপক পরিবর্তন, জানুন এখানে