এই মূল্যবৃদ্ধির বাজারে সংসারে খরচ সামলে কিছুটা হলেও সঞ্চয় করা অত্যন্ত জরুরি। সাধারণের জন্য বেশ কিছু সরকারি সঞ্চয় প্রকল্প রয়েছে। কিন্তু অনাহূত পরিস্থিতিতে মেয়াদপূর্তির আগেই কোনো স্থায়ী বিনিয়োগ থেকে টাকা তুলে নিই আমরা। সেক্ষেত্রে গুনতে হয় জরিমানা।
মেয়াদ শেষ হওয়ার আগেই টাকা তুলে নিলে একাধিক রকমের চার্জ করা হয়। ফলে এ ধরনের ঘটনার সম্মুখীন হওয়ার আগে এ বিশয়ে বিশদ জেনে রাখা ভালো।
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট প্রি-ম্যাচিউর ক্লোজার
এই স্কিমে, আপনি অ্যাকাউন্ট খোলার ৩ বছর পরেই টাকা তুলতে পারবেন। আবেদনকারীকে পোস্ট অফিসে গিয়ে প্রত্যাহারের জন্য আবেদন করতে হবে। এই স্কিমে, গ্রাহক শুধুমাত্র পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য সুদের হার পাবেন।
পোস্ট অফিসের টাইম ডিপোজিট প্রি-ম্যাচিউর ক্লোজার
এই স্কিমের বিনিয়োগকারীরা শুধুমাত্র ৬ মাস পরে নিজের টাকা তুলতে পারবেন।
আপনি যদি পোস্ট অফিস টাইম ডিপোজিট ৬ মাস পরে এবং এক বছরের আগে বন্ধ করেন, তা হলে আপনি সেই সময়ে প্রযোজ্য পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সুদের হারে তা ফেরত পাবেন।
অন্য দিকে, আপনি যদি এক বছর পরে ৩ বছরের বা ৫ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্ট অকালে বন্ধ করে দেন, তা হলে সুদের হিসাব পুরো বছরের জন্য আমানতের সুদের হার থেকে ২ শতাংশ হ্রাস পাবে (অর্থাৎ, দুই বা তিন বছরের জন্য) ) পোস্ট অফিসের সেভিংস সুদের হার এক বছরের কম মেয়াদের জন্য প্রযোজ্য হবে।
পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম প্রি-ম্যাচিউর ক্লোজার
এই স্কিমে, আপনি শুধুমাত্র ১ বছর পরে টাকা তুলতে পারবেন। যদি অ্যাকাউন্টটি এক বছর পরে এবং অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে তিন বছরের আগে বন্ধ করা হয়, তাহলে মূলধনের ২ শতাংশের সমান একটি কেটে নেওয়া হবে। বাকি টাকা ফেরত পাওয়া যাবে। অন্যদিকে, যদি অ্যাকাউন্টটি তিন বছর পরে এবং অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে পাঁচ বছরের আগে বন্ধ হয়ে যায়, তা হলে মূল অর্থের ১ শতাংশের সমান কেটে নেওয়া হবে।
ন্যাশনাল সেভিংস স্কিম সার্টিফিকেট প্রি-ম্যাচিউর ক্লোজার
এই স্কিমে, আপনি ৫ বছরের জন্য টাকা তুলতে পারবেন না। এর জন্য কিছু শর্ত প্রযোজ্য। যদি একক অ্যাকাউন্টধারী বা যৌথ অ্যাকাউন্টধারীদের মধ্যে একজন মারা যায়, তা হলে আপনি টাকা তুলে নিতে পারেন।
আরও পড়ুন: নির্দিষ্ট একটি মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল পিএনবি