পোস্ট অফিস না কি ব্যাঙ্ক, কোথায় আরডি-তে টাকা রাখা বেশি লাভজনক

স্বল্পসঞ্চয় প্রকল্প

চলতি বছরের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য পাঁচ বছরের পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (RD) স্কিমের জন্য সুদের হার বাড়িয়েছে। তা হলে ব্যাঙ্কে রেকারিং ডিপোজিট না কি পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট, কোনটাতে বিনিয়োগ করবেন আপনি?

আরডি-তে সুদের হার ২০ বেসিস পয়েন্ট (বিপিএস) বাড়িয়ে ৬.৭ শতাংশ করা হয়েছে। তবে, আরডি-র সুদের হার ব্যাঙ্ক থেকে ব্যাঙ্কে পরিবর্তিত হয়। এখন দেখে নেওয়া যাক, পোস্ট অফিস রেকারিং ডিপোজিটের সুদের হার এবং এসবিআই, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্কের মতো বড় ব্যাঙ্কগুলির আরডি-র হারের মধ্যে তুলনা করছি।

পোস্ট অফিস আরডি

এই স্কিমে সর্বনিম্ন বিনিয়োগ করতে পারেন প্রতি মাসে ১০০ টাকা এবং এর কোনো সর্বোচ্চ সীমা নেই। ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত সুদের হার বার্ষিক ৬.৭ শতাংশ । পোস্ট অফিস রেকারিং ডিপোজিটের মেয়াদ ৫ বছর।

এসবিআই আরডি

গ্রাহককে ৩ থেকে ৫ বছর বা তার কম মেয়াদের জন্য ৫.৪৫ শতাংশ হারে সুদ দেয় এসবিআই। ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত দীর্ঘ মেয়াদের জন্য ৫.৫০ শতাংশ সুদ অফার করে।

এইচডিএফসি আরডি

এইচডিএফসি ব্যাঙ্ক ৬ মাস থেকে ১০ বছরের মেয়াদের জন্য ৪.৫০ শতাংশ থেকে ৭.১০ শতাংশের মধ্যে সুদের হার অফার করে। ৫ বছরের মেয়াদে ৭ শতাংশ সুদ দেয় এই ব্যাঙ্ক।

আইসিআইসিআই আরডি

আইসিআইসিআই ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য ৪.৭৫ শতাংশ থেকে ৭.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৫.২৫ শতাংশ থেকে ৭.৫০ শতাংশের মধ্যে সুদের হার অফার করে। ৩ বছর থেকে ৫ বছরের মেয়াদের জন্য ৭ শতাংশ অফার করে ব্যাঙ্ক।

আরও পড়ুন: ডেবিট এবং ক্রেডিট কার্ড লেনদেন এখন আরও বেশি নিরাপদ, জানুন কী ভাবে

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.