পোস্ট অফিস না কি এসবিআই? কোথায় রেকারিং ডিপোজিটে সুদের হার ভালো

post office sbi

চলতি ২০২৩ আর্থিক বছরের জুলাই-সেপ্টেম্বর পোস্ট অফিস রিকারিং ডিপোজিট (RD) স্কিমের সুদের হার ৩০ বেসিস পয়েন্ট (bps) বাড়িয়ে ৬.৫ শতাংশ করা হয়েছে। আরডি-তে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার একেক রকম। এখানে পোস্ট অফিসের আরডি-তে সুদের হার এবং এসবিআই (SBI)-এর হারের মধ্যে তুলনা করা হল। আসুন দেখে নেওয়া যাক, রেকারিং ডিপোজিটে সবচেয়ে ভালো সুদের হার কে অফার করছে।

আরডি-তে এসবিআই সুদের হার

১ বছর থেকে ২ বছরের কম: ৬.৮০ শতাংশ (সাধারণ) এবং ৭.৩০ শতাংশ (প্রবীণ নাগরিক)

২ বছর থেকে ৩ বছরের কম: ৭ শতাংশ (সাধারণ) এবং ৭.৫০ শতাংশ (প্রবীণ নাগরিক)

৩ বছর থেকে ৫ বছরের কম: ৬.৫০ শতাংশ (সাধারণ) এবং ৭.০০ শতাংশ (প্রবীণ নাগরিক)

৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত: ৬.৫০ শতাংশ (সাধারণ) এবং ৭.৫০ শতাংশ (প্রবীণ নাগরিক)

আরডি-তে পোস্ট অফিস সুদের হার

পোস্ট অফিস আরডি-র মেয়াদকাল খোলার তারিখ থেকে ৫ বছর (৬০ মাস) পর্যন্ত। পুরো এক্সটেনশন জুড়ে প্রযোজ্য সুদের হার সেটাই থাকবে, যখন অ্যাকাউন্টটি প্রথম খোলা হয়েছিল। চলতি ত্রৈমাসিকের জন্য পোস্ট অফিস আরডি-তে দেওয়া সুদের হার ৬.৫ শতাংশ।

আরও পড়ুন: চাইল্ড মিউচুয়াল ফান্ড কী? আপনার সন্তানের সোনালি ভবিষ্যৎ গড়তে কতটা সহায়ক

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.