সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৫০ লক্ষ টাকা রিটার্ন পেতে চান? কত টাকা বিনিয়োগ করতে হবে

ssy

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ উদ্যোগের অংশ হিসাবে চালু হয়েছিল সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)। এই সঞ্চয় প্রকল্পটি শুধুমাত্র শিশুকন্যার নামেই খোলা যায়। সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) হল একটি দীর্ঘমেয়াদী প্রকল্প। এতে বিনিয়োগ করে অভিভাবকরা তাঁদের মেয়ের শিক্ষা ও বিয়ের খরচের জন্য টাকা জমাতে পারেন।

কত টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায় এবং মেয়াদ

ন্যূনতম ২৫০ টাকা জমা দিয়ে একটি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খোলা যেতে পারে। বার্ষিক সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত। মনে রাখতে হবে, অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে পরবর্তী ১৫ বছর টাকা জমা দেওয়া বাধ্যতামূলক। টাকা জমা না করা হলে ‘অ্যাকাউন্ট আন্ডার ডিফল্ট’-এ চলে যাবে আপনার অ্যাকাউন্ট। সেক্ষেত্রে প্রতি বছর ৫০ টাকা জরিমানা দিয়ে অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় করা যাবে।

১৫ বছর পর…

খোলার তারিখ থেকে ১৫ বছরের পরে আমানত ম্যাচিউরিটি না হওয়া পর্যন্ত আর কোনো টাকা জমা দিতে হবে না। অ্যাকাউন্ট খোলার পর ১৫ বছর থেকে ২১ বছরের মধ্যবর্তী সময়ে টাকা জমা করার দরকার হবে না। তবে এই সময়ে সুদের টাকা নিয়মিত মিলবে।

৫০ লক্ষ টাকা রিটার্ন পেতে কী করতে হবে

বার্ষিক সুদের হার ৮ শতাংশ ধরে নিলে প্রতি বছর ১ লক্ষ ১১ হাজার ৪০০ টাকা জমা করলে ম্যাচিউরিটির সময় ৫০ লক্ষ টাকা পাওয়া যেতে পারে। অংক বলছে, এই স্কিমে কোনো ব্যক্তি যদি মাসে ৯ হাজার ২৮৩ টাকা অথবা প্রতিদিন ৩০৫ টাকা করে জমা করার লক্ষ্য নিয়ে এগোন, তবেই ম্যাচিউরিটির সময় ৫০ লক্ষ টাকা রিটার্ন মিলতে পারে। এ ক্ষেত্রে শিশুকন্যা‌টির বয়স যদি হয় ৫ বছর, তা হলে ম্যাচিউরিটি হবে ২০৪৪ সালে।

মেয়াদের আগে টাকা তোলা যায়?

অ্যাকাউন্টটি ঠিকঠাক ভাবে পাঁচ বছর চালানোর পরই টাকা প্রত্যাহার করে নেওয়া যায়। সেক্ষেত্রে বিষয়টি কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে ব্যাঙ্ক বা পোস্ট অফিসের বিবেচনাধীন। যদি দেখা যায় শিশুকন্যার চিকিৎসা সংক্রান্ত সমস্যার কারণে বা অভিভাবকের আর্থিক সমস্যার কারণে অ্যাকাউন্টটি বন্ধ করার দরকার, তবেই সেটা করা সম্ভব। তবে পিতামাতা বা অভিভাবক মারা গেলেও মেয়াদের আগে টাকা প্রত্যাহারের অনুমতি দেওয়া হয়।

আরও পড়ুন: ডেবিট এবং ক্রেডিট কার্ড লেনদেন এখন আরও বেশি নিরাপদ, জানুন কী ভাবে

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.