গরমে কাবু শেয়ার বাজার! শেষ ঘণ্টায় কেনাকাটায় ফিরল সবুজে

Stock Market 1

সপ্তাহের দ্বিতীয় কেনাকাটার দিনে শুরু থেকেই ধুঁকছিল শেয়ার বাজার। শেষ ঘণ্টায় নামমাত্র লাভের মুখ দেখতে পেলেন বিনিয়োগকারীরা।

এ দিন লেনদেনের শুরুতেই দুই মূল সূচক সেনসেক্স এবং নিফটিতে যথাক্রমে ২৩৩ এবং ৬২ পয়েন্টের পতন ধরা পড়ে। দিনভর চলতে থাকে এমনই। সেনসেক্স যেখানে গতকাল বন্ধ হয়েছিল ৬২,৭৮৭.৪৭ পয়েন্টে, সেখানে আজ বেলা ১২টা নাগাদ পড়ে যায় ৬২,৫৫৪.২১-এ। শেষমেশ দিনের শেষে মাত্র ৫.৪১ পয়েন্ট উপরে উঠে ৬২,৭৯২.৮৮-তে বন্ধ হয় সেনসেক্স।

একই অবস্থা নিফটি ফিফটি-রও। সোমবার বাজার বন্ধের সময় ৫০ স্টকের সূচক ছিল ১৮,৫৯৩.৮৫-এ। এ দিন শুরুতেই ১৮,৬০০ ছুঁয়ে একটা সময় ১৮,৬২২-এ পৌঁছে যায়। কিন্তু তার পর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। একেবারে শেষলগ্নে এসে আগের দিনের থেকে মাত্র ৫.১৫ পয়েন্ট বেড়ে থিতু হয় ১৮,৫৯৯-এ।

আজকের ট্রেডিংয়ে ব্যাঙ্কিং, অটো, ফার্মা, রিয়েল এস্টেট, ইনফ্রা, স্বাস্থ্যপরিষেবা এবং তেল ও গ্যাস সেক্টরের শেয়ার লাভের মুখ দেখে বন্ধ হয়েছে। অন্য দিকে, আইটি, পাবলিক সেক্টর ব্যাঙ্ক, এফএমসিজি, মেটাল, মিডিয়া এবং এনার্জি এবং কনজিউমার ডিউরেবলস সেক্টরের শেয়ার পতনের সম্মুখীন।

মিড ক্যাপ ও স্মল ক্যাপ সূচকও দরপতনে বন্ধ হয়েছে। নিফটি-র ৫০টি স্টকের মধ্যে, ২৮টি লাভের সঙ্গে বন্ধ হলেও এবং ২২টি লোকসানকে সঙ্গী করেই বন্ধ হয়েছে৷ যেখানে,সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে, ১৭টি উপরে এবং ১৩টি নীচে নেমে বন্ধ হয়েছে।

স্টকের দিক থেকে এ দিনের ট্রেডিংয়ে আল্ট্রাটেক সিমেন্ট ২.৯৩ শতাংশ, অ্যাক্সিস ব্যাঙ্ক ১.৯০ শতাংশ, কোটাক মাহিন্দ্রা ১.৮৮ শতাংশ, টাটা মোটরস ১.৬৮ শতাংশ, মারুতি সুজুকি ১.৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ যেখানে ইনফোসিস ১.৯৮ শতাংশ, টেক মাহিন্দ্রা ১.৯৯ শতাংশ, টিসিএস ১.৬৯ শতাংশ কমেছে।

আরও পড়ুন: জুন মাসে ৯ দিন বন্ধ স্টক মার্কেট, কেনাবেচার সিদ্ধান্ত নেওয়ার আগে জেনে নিন

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.