গরমে কাবু শেয়ার বাজার! শেষ ঘণ্টায় কেনাকাটায় ফিরল সবুজে
সপ্তাহের দ্বিতীয় কেনাকাটার দিনে শুরু থেকেই ধুঁকছিল শেয়ার বাজার। শেষ ঘণ্টায় নামমাত্র লাভের মুখ দেখতে পেলেন বিনিয়োগকারীরা।
এ দিন লেনদেনের শুরুতেই দুই মূল সূচক সেনসেক্স এবং নিফটিতে যথাক্রমে ২৩৩ এবং ৬২ পয়েন্টের পতন ধরা পড়ে। দিনভর চলতে থাকে এমনই। সেনসেক্স যেখানে গতকাল বন্ধ হয়েছিল ৬২,৭৮৭.৪৭ পয়েন্টে, সেখানে আজ বেলা ১২টা নাগাদ পড়ে যায় ৬২,৫৫৪.২১-এ। শেষমেশ দিনের শেষে মাত্র ৫.৪১ পয়েন্ট উপরে উঠে ৬২,৭৯২.৮৮-তে বন্ধ হয় সেনসেক্স।
একই অবস্থা নিফটি ফিফটি-রও। সোমবার বাজার বন্ধের সময় ৫০ স্টকের সূচক ছিল ১৮,৫৯৩.৮৫-এ। এ দিন শুরুতেই ১৮,৬০০ ছুঁয়ে একটা সময় ১৮,৬২২-এ পৌঁছে যায়। কিন্তু তার পর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। একেবারে শেষলগ্নে এসে আগের দিনের থেকে মাত্র ৫.১৫ পয়েন্ট বেড়ে থিতু হয় ১৮,৫৯৯-এ।
আজকের ট্রেডিংয়ে ব্যাঙ্কিং, অটো, ফার্মা, রিয়েল এস্টেট, ইনফ্রা, স্বাস্থ্যপরিষেবা এবং তেল ও গ্যাস সেক্টরের শেয...