শেয়ার বাজারে সবুজায়ন! সর্বকালের সর্বোচ্চ উচ্চতার কাছাকাছি সেনসেক্স, নিফটি

Stock Market 1

বুধবার দিনভর নির্দিষ্ট সীমার মধ্যেই ঘোরাফেরা। তবে বাজার বন্ধ হওয়ার সময় ভারতীয় শেয়ার বাজারের অন্যতম সূচকগুলি রইল সবুজেই। এ দিন এনার্জি, ফার্মা এবং ব্যাঙ্কিং লাভের মুখ দেখল এবং অটো এবং আইটি-র লেনদেন হ্রাস পেয়েছে। তবে বিস্তৃত সূচকগুলি স্থিতিস্থাপকতা দেখিয়েছে এবং প্রতিটি অর্ধ শতাংশের বেশি লাভবান।

ভারতীয় বেঞ্চমার্ক সূচকগুলি সেক্টর জুড়ে কেনাকাটার মধ্যে আজ নিয়ে টানা পঞ্চম সেশনে ঊর্ধ্বমুখী দৌড় অব্যাহত। বাজার বন্ধের সময় সেনসেক্স ৩০২.৩০ পয়েন্ট বা ০.৪৫ শতাংশ বেড়ে ৬৭,০৯৭.৪৪-এ ছিল এবং নিফটি ৮৩.৯০ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়ে ১৯,৮৩৩.২০-তে অবস্থান করছে। এ দিনের বাজার একটি ইতিবাচক নোটেই খুলেছে। তবে আজকের লেনদেনে সেনসেক্স ৬৭,১৪৬.৮২-এর সর্বকালের সর্বোচ্চ স্তর স্পর্শ করেছে এবং চমৎকার ব্যবসায়িক গতিবেগ দেখিয়েছে। অন্যদিকে, নিফটি ইন্ট্রাডে ১৯,৮৪৩.৮৫-এর সর্বকালীন সর্বোচ্চ স্তর ছুঁয়েছে। সবমিলিয়ে যা বাজারের ক্রমবর্ধমান শক্তি দেখানোর জন্য যথেষ্ট।

যদিও নতুন কোনো রেকর্ড উচ্চতায় থিতু হতে পারেনি দুই সূচক। কারণ প্রফিট‌ বুকিং চওড়া প্রভাব ফেলেছে। যাই হোক, শেষ ঘণ্টার কেনাকাটায় এটি দিনের সর্বোচ্চ স্তরের কাছাকাছি বন্ধ হয়েছে।

সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে ২০টিতে লেনদেন লাভের সঙ্গেই বন্ধ হয়েছে। এনটিপিসি, বাজাজ ফাইন্যান্স, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, আল্ট্রাটেক সিমেন্ট, বাজাজ ফিনসার্ভ, এসবিআই বাজারের ক্রমবর্ধমান স্টকগুলির তালিকায় শীর্ষে৷ পাশাপাশি নিফটি ফিফটি-র ৫০টি স্টকের মধ্যে, ৩১টি স্টক লাভ করেছে। টিসিএস, ভারতী এয়ারটেল, মারুতি, এইচইউএল, নেসলে ইন্ডাস্ট্রি এবং আইসিআইসিআই ব্যাঙ্ক বাজারের সবচেয়ে পতনশীল স্টকগুলির মধ্যে শীর্ষে।

তাৎপর্যপূর্ণ ভাবে, আজ শেয়ারবাজার খোলার সময় যে প্রচণ্ড গতি দেখিয়েছিল, বাজার বন্ধের সময়েও সেই অসাধারণ বৃদ্ধি দেখা গেছে। ইন্ট্রাডে-তে উচ্চ পর্যায়ে ব্যবসা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এ রকম পরিস্থিতিতে সচরাচর শেয়ারবাজারের গতি অক্ষুণ্ন থাকে এবং তা প্রচণ্ড গতিতে বন্ধ হয়ে যায়।

অন্য দিকে, বুধবার সোনার দাম আগের সেশনে আট সপ্তাহের উচ্চতায় পৌঁছেছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ তার সুদের হার বৃদ্ধির শেষ পর্যায়ে। এমন তথ্য প্রকাশ্যে আসার পর পরই চড়ছে মূল্যবান হলুদ ধাতুর দাম।

আরও পড়ুন: সেনসেক্স, নিফটি সর্বকালের নতুন উচ্চতায়, নেতৃত্বে রিলায়েন্স এবং এইচডিএফসি

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.