সেনসেক্স, নিফটি সর্বকালের নতুন উচ্চতায়, নেতৃত্বে রিলায়েন্স এবং এইচডিএফসি

stock market

সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় ভারতীয় শেয়ার বাজারের দুই মূল সূচক সেনসেক্স (Sensex) এবং নিফটি (Nifty 50)। সপ্তাহের কেনাবেচার শুরুর দিনে শেয়ার বাজারকে অক্সিজেন জোগানোর নেপথ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং এইচডিএফসি ব্যাঙ্কের মতো স্টকগুলি।

রিলায়েন্সের আর্থিক পরিষেবা ইউনিট নিয়ে প্রত্যাশা এবং এইচডিএফসি ব্যাঙ্কের শক্তিশালী জুন ত্রৈমাসিকের ফলাফলের জেরে বিনিয়োগকারীরা কোমর বেঁধে নেমেছিলেন এ দিন। এইচডিএফসি ব্যাঙ্ক এবং এইচডিএফসি একত্রীকরণের পর এটাই এখন বাজারের সবচেয়ে ওজনদার স্টক। এই স্টকের দাম এ দিন ২ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজও ২ শতাংশ এগিয়েছে।

নিফটি ৫০ (Nifty 50) সূচক এ দিন ০.৭৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৯,৭১১.৪৫-এর রেকর্ড উচ্চতায় বন্ধ হয়েছে, যেখানে এস অ্যান্ড পি বিএসই সেনসেক্স (S&P BSE Sensex) ০.৮০ শতাংশ বেড়ে ৬৬,৫৮৯.৯৩-এ পৌঁছেছে। সেক্টরগত ভাবে এ দিন শীর্ষে রয়েছে ফিনান্সিয়াল সার্ভিসেস। সেক্টরাল ইনডেক্স নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস ১.২৫ শতাংশ বেড়েছে।

থেমে নেই স্মল এবং মিডক্যাপগুলিও। বাজার ক্রমশ প্রসারিত হওয়ায় সেগুলিও ৫২ সপ্তাহের নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে। একক শেয়ারগুলির মধ্যে লম্বা লাফ দিয়েছে জি এন্টারটেনমেন্ট। ৬ শতাংশেরও বেশি একটি উল্লেখযোগ্য লাফ দেখা গিয়েছে এই স্টকে। যা মিডিয়া সূচকে ৩.১৫ শতাংশ বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অন্যদিকে, ওএনজিসি ২ শতাংশ হ্রাস পেয়েছে। ক্রুডের উপর উইন্ডফল ট্যাক্স বাড়ানোর সরকারের সিদ্ধান্তের পরে এই বড়োসড়ো পতন ধরা পড়েছে তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশনের স্টকে।

বাজারের উপরে ওঠার কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, মে মাসে শিল্পোৎপাদন বৃদ্ধির হার বেড়ে হয়েছে ৫.২ শতাংশ। এপ্রিলে যা ছিল ৪.৫ শতাংশ। প্রথম ত্রৈমাসিকে দেশের বড়োসড়ো সংস্থাগুলির মুনাফা অনেক ক্ষেত্রেই বেড়েছে। এই সপ্তাহেও বেশ কিছু সংস্থার ফল প্রকাশ হবে।

আরও পড়ুন: বন্ধন ব্যাঙ্কের নিট মুনাফা ১৯ শতাংশ কমে ৭২১ কোটি, বৃদ্ধি খুচরো ঋণ ব্যবসায়

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.