এসবিআই অ্যাকাউন্ট নেই তো কী হয়েছে, এই ভাবে ইওনো ব্যবহার করে ইউপিআই পেমেন্ট করুন

একটি নতুন পরিষেবা চালু করেছে দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই (SBI)। এখন এসবিআই এবং অন্য ব্যাঙ্কের গ্রাহকরাও এসবিআই-এর ডিজিটাল ব্যাঙ্কিং অ্যাপ ইওনো (YONO)-এর মাধ্যমে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI পেমেন্ট) করতে পারবেন।

এসবিআই অ্যাকাউন্টের বাধ্যবাধকতা নেই

ইওনোর-এর একটি নতুন সংস্করণ চালু করেছে এসবিআই। যেটি ব্যবহার করে যে কোনো ব্যাঙ্কের গ্রাহকরা ইউপিআই পেমেন্ট করতে পারবেন। ফলে এসবিআই-এর ইওনো-এর মাধ্যমে ইউপিআই পেমেন্ট করতে এসবিআই অ্যাকাউন্ট থাকতেই হবে, তেমন কোনো বাধ্যবাধকতা নেই।

এসবিআই-এর তরফে জানানো হয়েছে,”অন্যান্য ব্যাঙ্কের গ্রাহকদেরও আকৃষ্ট করার জন্য, আমরা ইওনো অ্যাপের মাধ্যমে নন-এসবিআই অ্যাকাউন্টধারীদের ইউপিআই পেমেন্ট সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

ওয়াকিবহাল মহলের মতে, স্টেট ব্যাঙ্কের এই সিদ্ধান্তের পরে, অন্যান্য ডিজিটাল পেমেন্ট অ্যাপগুলি অবশ্যই প্রভাবিত হবে। এর পাশাপাশি, অন্যান্য ব্যাঙ্কের গ্রাহকদের জন্য ইওনো ব্যবহারের সুবিধা শুরু করার পরে, অনেকেই প্রযুক্তি সংস্থাগুলির অ্যাপের পরিবর্তে ব্যাঙ্কের অ্যাপ ব্যবহার করতে পছন্দ করবেন।

ইউপিআই পেমেন্টের জন্য কী ভাবে ইওনো ব্যবহার করবেন

১. প্রথমে আপনার মোবাইলে SBI Yono অ্যাপ ডাউনলোড করুন।

২. এর পর New to SBI এবং Register Now সিলেক্ট করুন।

৩. এর পর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ আপনার মোবাইল নম্বরের অপশন সিলেক্ট করুন।

৪. নম্বরটি যাচাই করার পরে, আপনাকে আপনার UPI আইডি তৈরি করতে হবে।

৫. UPI আইডি তৈরি হওয়ার পরে, আপনার ব্যাঙ্কের অপশন সিলেক্ট করুন।

৬. তারপর আপনাকে SBI Pay-তে রেজিস্ট্রেশন করতে হবে, এটাও ভেরিফিকেশন করতে হবে।

৭.এর পরে আপনাকে ইউপিআই হ্যান্ডেল তৈরি করতে হবে এবং তারপর ইউপিআই সিলেক্ট করতে হবে।

৮. নিজের অ্যাকাউন্টে লগইন করুন এবং MPIN সেট করুন।

৯. MPIN সেট করার পরে, আপনি ইউপিআই পেমেন্টের জন্য SBI YONO ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন: চাকরি বদলালে অবশ্যই পিএফ অ্যাকাউন্ট আপডেট করুন, জানুন সহজ উপায়

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.